Advertisement
Advertisement

Breaking News

স্বচ্ছ ভারত অভিযান

মোদির মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান

প্রধানমন্ত্রীকে অ্যাওয়ার্ড দিচ্ছে মাইক্রোসফটের জনক বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা।

PM Modi to get award from Bill & Melinda Gates Foundation

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:September 2, 2019 4:30 pm
  • Updated:September 2, 2019 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। এবার স্বচ্ছ ভারত অভিযানের জন্য তাঁকে অ্যাওয়ার্ড দিচ্ছে মাইক্রোসফটের জনক বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ভারতের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য যে পদক্ষেপ নিয়েছে তাকে কুর্নিশ জানিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় এই সংস্থা। তাই নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পের জন্য তাঁকে সম্মানিত করার পরিকল্পনা নিয়েছে তারা।

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি! শ্রীনগরের রাস্তায় পাকিস্তানপন্থী পোস্টার]

Advertisement

সোমবার টুইট করে একথা জানান প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। লেখেন, ‘আরেকটা অ্যাওয়ার্ড, ভারতীয়দের জন্য আরেকটি গর্বের মুহূর্ত। ফের প্রধানমন্ত্রী মোদির পরিশ্রম এবং উদ্ভাবনী উদ্যোগগুলিকে সম্মান জানাচ্ছে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী মোদি যখন আমেরিকা সফরে যাবেন তখন স্বচ্ছ ভারত অভিযানের জন্য তাঁকে অ্যাওয়ার্ড দেবে বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন।’

Advertisement

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই স্বচ্ছ ভারত অভিযান চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরে দিল্লির রাজপথ ঝাঁটা হাতে পরিষ্কার করে নিজের স্বপ্নের প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল, ২০১৯ সালের মধ্যে প্রকাশ্যে মলত্যাগের ঘটনা বন্ধ করা ও দেশে ৯ কোটি শৌচালয় তৈরি করা। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগকেই সম্মানিত করতে চায় বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা।

[আরও পড়ুন: আপাতত তিহার জেল নয়, চিদম্বরমকে আরও তিনদিন সিবিআই হেফাজতের নির্দেশ]

১৯৯৪ সালে সমাজসেবামূলক কাজের জন্য এই সংস্থা তৈরি করেন মাইক্রোসফটের জনক বিল এবং তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস। তারপর থেকে বিভিন্ন দেশে সমাজসেবা করছেন তাঁরা। এই বছরের প্রথমেই স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প আয়ুষ্মান ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন বিল গেটস। এর আগে ২০১৮ সালের মে মাসে আধার প্রকল্পের সমর্থনেও মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘আধারের প্রযুক্তি কোনও গোপন বিষয়কে প্রকাশ্যে আনবে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ