Advertisement
Advertisement
নববর্ষ নরেন্দ্র মোদি

নববর্ষের সকালে বাংলায় টুইট, ‘সকলের সুখ ও সমৃদ্ধি’ কামনা প্রধানমন্ত্রীর

দেশের অন্য প্রান্তের একাধিক উৎসবেরও শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদি।

PM Narendra Modi greets people on bengali new year
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2020 9:31 am
  • Updated:April 14, 2020 9:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম সকালে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাতসকালেই টুইট করে সমৃদ্ধি কামনা করলেন সকলের। তাও আবার খাঁটি বাংলা হরফে। টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, “শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।”

[আরও পড়ুন: লকডাউন কি শিথিল হবে? জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণে মিলতে পারে উত্তর]

পৃথিবীর অসুখ। বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস নামের মহামারি। দেশজুড়ে চলছে লকডাউন। এই ঘরবন্দি অবস্থাতেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাঙালি। অন্য বছরের মতো উৎসব নেই। বৈশাখীর গান নেই। নতুন বছরের শুরুতে মন্দির দর্শন নেই, পাড়ার দোকানে হালখাতা নেই। একটু মিষ্টিমুখও যেন বিলাসিতা। কিন্তু তা বলে নতুন বছরের (Bengali New Year) শুভেচ্ছা বিনিময় হবে না, সেটা তো হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাই রীতি মেনেই বাঙালি সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।

[আরও পড়ুন: বেরঙিন পয়লা বৈশাখে মন ভাল করতে দুর্দান্ত অফার দিচ্ছে কলকাতার দুই রেস্তরাঁ]

তবে শুধু বাংলার নববর্ষ উপলক্ষে নয়, আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব। আলাদা আলাদা করে আঞ্চলিক ভাষায় সব উৎসবেরই শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদি। তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু উৎসবের পাশাপাশি উদযাপিত হবে অসমের বিহু, মোদির শুভেছা বার্তায় ঠাই পেয়েছে সব উৎসবই। বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে লড়াই করার শপথও নিয়েছেন প্রধানমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ