Advertisement
Advertisement
Prashant Kishor

‘মোদির উত্তরসূরি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী’, কার কথা বললেন প্রশান্ত কিশোর?

তাঁর মতে, মোদির জনপ্রিয়তা ২০১৪ সালের তুলনায় অনেকটাই কমেছে।

Prashant Kishor Forecasts A More Hardliner Successor To PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 23, 2023 1:13 pm
  • Updated:December 23, 2023 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। পাঁচ রাজ্যের ‘সেমিফাইনালে’ গেরুয়া ঝড়ই কার্যত দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইন্ডিয়া জোট কি পারবে মোদিকে অপসারিত করতে? নাকি মোদি আরও বড় শক্তি নিয়ে প্রত্যাবর্তন করবেন? এই বিষয়েই মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। সেই সঙ্গে স্পষ্ট জানালেন, মোদির উত্তরসূরি হবেন আরও কড়া হিন্দুত্ববাদী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা থেকে শুরু করে জাতীয় রাজনীতির নানা বিষয়েই মুখ খুললেন কিশোর। পাশাপাশি মোদি সম্পর্কেও মুখ খুললেন। তাঁর মতে, মোদির ক্যারিশমা ২০১৪ সালে যা ছিল, তা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। কিশোরের কথায়, ”২০১৪ সালে যখন মোদিকে (PM Modi) মানুষ ভোট দিয়েছিলেন, ভেবেছিলেন এই মানুষটা সব বদলে দেবেন। আবার ২০১৯ সালে তাঁরাই ভাবলেন, সেভাবে কিছুই বদলায়নি, তবে অন্তত উনি চেষ্টা তো করছেন। এবার, ২০২৪ সালে ভোট দেওয়ার সময় তাঁরা হয়তো ভাববেন, এটা ঠিকই উনি সেভাবে কোনও বদল ঘটাতে পারেননি। কিন্তু মোদি ছাড়া আর কেই বা আছেন?”

Advertisement

[আরও পড়ুন: কাজ ফুরোলেই… অভিমানে পুরস্কারের টাকা ফিরিয়ে দিলেন উত্তরকাশীর ‘ত্রাতা’ র‍্যাট হোল মাইনাররা]

গোটা বিশ্বে এখনও জনপ্রিয়তাই মোদিই শীর্ষে। সাম্প্রতিক সমীক্ষা সেদিকেই ইঙ্গিত করছে। তবে একে বিশেষ আমল দিতে রাজি নন প্রশান্ত কিশোর। তিনি মনে করাচ্ছে, এক সময় গর্ভাচভের জনপ্রিয়তাও বিপুল ছিল। কিন্তু তিনি যেবার নোবেল পুরস্কার পান, সেই বছরই ইউএসএসআর থেকে ছিটকে যেতে হয় তাঁকে। অর্থাৎ এত বড় গণতান্ত্রিক দেশের নেতা বলেই মোদির জনপ্রিয়তা। দেশে তাঁর জনপ্রিয়তা কমলে তা বিশ্বের দরবারেও প্রতিফলিত হবে।

Advertisement

কিন্তু মোদির পরে কে? কিশোরের মতে, তিনি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী। জনপ্রিয় ভোট কৌশলীর মতে, ”বিজেপি ও আরএসএসের নেতৃত্বের ট্রেন্ডটা গত কুড়ি বছরে একবার দেখুন। প্রথমে ছিলেন বাজপেয়ী ও আডবাণী। বাজপেয়ী উদারচেতা। আডবাণী কট্টর। পরে এলেন আডবাণী আর মোদি। দুজনেই কট্টর। এখন চালাচ্ছেন মোদি ও শাহ। তাঁরাও কট্টর। অর্থাৎ এর পর যিনি আসবেন, তিনি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী।” তবে কারও নাম নেননি তিনি। যদিও অনেকেই মনে করছেন যোগী আদিত্যনাথের মতো কারও কথাই বলতে চেয়েছেন প্রশান্ত কিশোর।

[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ