Advertisement
Advertisement

Breaking News

সন্ন্যাসিনী ধর্ষণ মামলার সাক্ষীর রহস্যমৃত্যু, খুন বলে দাবি পরিবারের

দেহের পাশ থেকে উদ্ধার রক্তচাপের ওষুধের শিশি৷

Priest found dead who gave statement againgst Kerala nun rape case
Published by: Sayani Sen
  • Posted:October 22, 2018 2:38 pm
  • Updated:October 22, 2018 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে সন্ন্যাসিনী ধর্ষণ মামলার সাক্ষীর রহস্যমৃত্যু৷ মৃত্যু হয়েছে ফাদার কিউরাকোসে কাট্টুথারার৷ ৬২বছর বয়সি ওই ফাদারের দেহ সোমবার সকালে পাঞ্জাবের সেন্ট পলস চার্চের একটি ঘর থেকে উদ্ধার করা হয়৷ স্বাভাবিক মৃত্যু নাকি তাঁর মারা যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

[সিধুর পদত্যাগ ও স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলার দাবিতে সরব অকালি দল]

চলতি বছরের জুনে এক সন্ন্যাসিনী অভিযোগ করেন, কোট্টায়ামে ২০১৪-২০১৬ সাল পর্যন্ত দু’বছরে মোট ১৩ বার বিশপ ফ্রাঙ্কো মুলাক্কেল ধর্ষণ করে তাঁকে৷ এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়৷ এরপরই গ্রেপ্তার করা হয় ওই বিশপকে৷ ভ্যাটিকানের নির্দেশ অনুযায়ী চার্চের সমস্ত দায়ভার থেকে সরিয়ে দেওয়া হয় ফ্রাঙ্কো মুলাক্কেলকে৷ ইতিমধ্যেই সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় আন্দোলনের আঁচ আছড়ে পড়ে কেরলে৷ নির্যাতিতা সন্ন্যাসিনীর পাশে দাঁড়ান অনেকেই৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা৷ ফ্রাঙ্কো মুলাক্কেলের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি প্রভাব খাটিয়ে আন্দোলনকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে৷ এদিকে, তিন সপ্তাহে জেল হেফাজতেই ছিলেন অভিযুক্ত বিশপ৷ আপাতত যদিও শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছিলেন ফ্রাঙ্কো৷ আবারও চার্চে ফিরে যান তিনি৷ মালা দিয়ে তাঁকে বরণ করে নেন অনুগামীরা৷

[বিস্ফোরণে সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বনধ কাশ্মীরে, বিপর্যস্ত জনজীবন]

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতে ধর্ষণের মামলার সাক্ষীর অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে রহস্য দানা বেঁধেছে৷ সেন্ট পলস চার্চে ফাদারের দেহ উদ্ধার হয়৷ পুলিশের দাবি, তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না৷ তবে ফাদারের দেহে বমি করার চিহ্ন রয়েছে৷ দেহের পাশ থেকে রক্তচাপের ওষুধও উদ্ধার করা হয়েছে৷ ফাদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে ফাদারের তা মানতে নারাজ পরিজনেরা৷ মৃত্যুর নেপথ্যে কারও যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ তাঁদের৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই ফাদারের মৃত্যুর কারণ জানা যাবে বলেই দাবি তদন্তকারীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ