সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাজারো সমালোচক থাকতে পারেন। বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে কোণঠাসা করতে পারেন। কিন্তু, মোদির ধর্মে মতি নেই, একথা তাঁর অতি বড় শত্রুরাও হয়তো বলতে পারবেন না। পাঁচ বছরের প্রধানমন্ত্রিত্বের বিভিন্ন সময়ে মোদিকে বিভিন্ন মন্দির সফরে যেতে দেখা গিয়েছে। বার কয়েক গিয়েছেন কেদারনাথের মতো দুর্গম তীর্থক্ষেত্রেও। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারের শেষেও ফের বাবা কেদারনাথেরই দ্বারস্থ হলেন মোদি। দু’দিনের সফরে উত্তরাখণ্ড রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি যান কেদারনাথ মন্দিরে। রবিবার শেষ দফার ভোটের দিনই তাঁর যাওয়ার কথা বদ্রীনাথে।
[আরও পড়ুন: ভোট শেষের আগেই বিরোধীদের তোড়জোড়, রাহুলের সঙ্গে বৈঠক শেষে লখনউয়ে চন্দ্রবাবু]
কেদারনাথে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মোদি ক্ষমতায় আসার পর কেদারনাথ-সহ বেশ কয়েকটি তীর্থক্ষেত্রের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। জোর দেওয়া হয়েছে পর্যটন শিল্পের উপর। কেদারনাথে আপাতত কয়েকটি কৃত্রিম গুহা নির্মাণের কাজ চলছে। শনিবার সারাদিন প্রধানমন্ত্রী সেখানেই থাকছেন। গুহা নির্মাণ এবং আধুনিকীকরণের কাজ খতিয়ে দেখবেন। কেদারনাথে গিয়ে গুহার ভিতরে ধ্যানরত অবস্থাতেও দেখা হিয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে পুজোও দিয়েছেন তিনি। এদিন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এই তীর্থক্ষেত্রে। গোটা এলাকা নিরাপত্তারক্ষীতে ছেয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, কেদারনাথ অঞ্চলটি সমুদ্রের পাদদেশ থেকে প্রায় ১১.৭৫৫ ফুট উপরে অবস্থিত। হিমালয়ের শিখরে অবস্থিত কেদারনাথের মন্দিরে ভগবান শিবের অবস্থান।
[আরও পড়ুন: মোদিকে ক্লিনচিট দেওয়ার জের, নির্বাচন কমিশনের বৈঠক থেকে সরলেন এক কমিশনার]
প্রবল তুষারপাতের জন্য দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর গত ৯ মে খোলা হয়েছে কেদারনাথ মন্দিরের দরজা। তখনই তীর্থক্ষেত্রে শিব-দর্শনে যাওয়ার কথা মনোস্থির করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, প্রচারের কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। এর আগে ২০১৭ সালে বার দুই কেদারনাথ সফরে যান মোদি। গতবছর দিওয়ালিতেও কেদারনাথ দর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Prime Minister Narendra Modi meditates at a holy cave near Kedarnath Shrine in Uttarakhand. pic.twitter.com/KbiDTqtwwE
— ANI (@ANI) May 18, 2019
#WATCH Prime Minister Narendra Modi reviews redevelopment projects in Kedarnath. #Uttarakhand pic.twitter.com/cFMH9PqVyC
— ANI (@ANI) May 18, 2019