Advertisement
Advertisement
Rahul Gandhi

‘শহিদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন!’ দাদার পাশে দাঁড়িয়ে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

'যে কোনও মূল্য চোকাতে তৈরি', জানাচ্ছেন রাহুল।

Priyanka Gandhi starts slamming Prime Minister Narendra Modi after Rahul Gandhi's MP post got disqualified। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 24, 2023 7:09 pm
  • Updated:March 24, 2023 7:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রার জের। খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ। আর এরপরই গর্জে উঠলেন রাহুলের বোন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা গেল তাঁকে। তিনি প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রীজির ‘চামচারা’ এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাঁকে আদালত কোনও সাজাও শোনায়নি। এবং তাঁর সাংসদ পদ খারিজও হয়নি। এভাবেই দাদা রাহুলের পাশে দাঁড়িয়ে তোপ দাগতে দেখা গেল তাঁকে।

ঠিক কী লিখেছেন প্রিয়াঙ্কা? এদিন টুইটারে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন। নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তাঁর পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’

Advertisement

[আরও পড়ুন: ‘শূর্পণখা’ বলেছিলেন মোদি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কংগ্রেস নেত্রীর]

সেই সঙ্গেই প্রিয়াঙ্কার দাবি, রাহুল গান্ধী এক সত্য়িকারের দেশভক্তের মতোই আদানির ‘লুঠ’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। নীরব মোদি ও মেহুল চোক্সির কথাও বলেছিলেন। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ ও ভারতের জনতার থেকেও বড়, যে তাঁর লুঠ নিয়ে প্রশ্ন তুললে আপনি মরিয়া হয়ে উঠলেন?’ পাশাপাশি কংগ্রেসকে ‘পরিবারবাদী’ বলে বিজেপির তোপ দাগা প্রসঙ্গেও পালটা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘এই পরিবারই দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে।’ এদিকে রাহুল গান্ধীও টুইটারে নিজের গ্রেপ্তারি সম্পর্কে গর্জে উঠে লিখেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বর হতে লড়াই করছি। আমি যে কোনও মূল্য চোকাতে তৈরি।’

উল্লেখ্য, সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তাঁর উপর সাংসদ পদ বাতিলের খড়্গ ঝুলছিল। শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভার সচিবালয়। এরপরই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। এরপর থেকেই তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতৃত্ব। আলাদা করে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কা বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে।

[আরও পড়ুন: নেত্রীর বৈঠকের আগেই ধাক্কা বীরভূমের সংগঠনে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলত্যাগ নলহাটির নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ