Advertisement
Advertisement

Breaking News

মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে মোদির পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর

মোদিকে চিঠি দিয়ে বিল পাশের আরজি।

Rahul Gandhi writes a letter to PM Modi, offer  support him
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 8:49 pm
  • Updated:July 16, 2018 8:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে আগামী ১৮ জুলাই। ওই অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদের অধিবেশনে ওই বিল পাশ করাতে প্রধানমন্ত্রীকে কংগ্রেস সমর্থন করবে বলেও চিঠিতে উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। ওই চিঠি নিজের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেন তিনি।

[বিতর্কের মাঝে ‘সেক্রেড গেম’ ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী]

চিঠিতে তিনি উল্লেখ করেন, আমাদের প্রধানমন্ত্রী দাবি করেন তিনি নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই সংসদের বর্ষাকালীন অধিবেশনে এবার মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর উদ্যোগ নিক মোদি সরকার। বিল সংসদে উত্থাপন করলে কংগ্রেস নিঃশর্তভাবে কেন্দ্রকে সমর্থন করবে বলে জানান রাহুল গান্ধী।

Advertisement

[মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে ‘গোপন’ বৈঠক রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপির]

ভারতে ১১.৮ শতাংশ মহিলা সদস্য রয়েছেন লোকসভা। ৩২.৮ শতাংশ সদস্য রয়েছে নেপালে। বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করেন ২০ শতাংশ মহিলা। মহিলা সংরক্ষণ বিল পাশ হলে দেশের লোকসভা ও বিধানসভার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে। এই বিল পাশ হলে এক-তৃতীয়াংশ আসনে মহিলা প্রার্থী দিতে হবে রাজনৈতিক দলগুলিকে। তার জন্য যদিও নিজেরা তৈরি বলে আগেই জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনেই লোকসভা নির্বাচন। তাই তার আগে বর্ষাকালীন অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিলের আরজি জানান কংগ্রেস সভাপতি।

[মান্দসৌরের শিশু ধর্ষণে ফুঁসছে দেশ, অভিযুক্তদের ফাঁসির দাবি রাহুল গান্ধীর]

ইউপিএ আমলে রাজ্যসভায় পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল। কিন্তু আজও তা লোকসভায় আটকে রয়েছে। কংগ্রেস আমলেই এই বিল পাশের উদ্যোগ নেওয়া হলেও মূলত মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, লালুপ্রসাদের আরজেডি-র মতো কংগ্রেসের শরিক দলের বাধাতেই লোকসভায় আটকে যায় বিলটি। বিজেপি শিবিরের সংখ্যাগরিষ্ঠতার কথা মনে করিয়ে দিয়ে মহিলা সংরক্ষণ বিল পাশের আরজি জানান রাহুল গান্ধী।

[রাজধানীতে গাছ কাটা আপ-বিজেপির ‘পাগলামি’, টুইটে খোঁচা রাহুল গান্ধীর]

সম্প্রতি তিন তালাক বিরোধী বিল নিয়ে কংগ্রেসকে নিশানা করেছিল মোদি সরকার। রাজনৈতিক মহলের দাবি, এবার মহিলা সংরক্ষণ বিল পাশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পালটা বার্তা দিল কংগ্রেস শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ