Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

বিবাহিত মহিলাদের ধর্ষণ ধর্ষণই নয়! আজব যুক্তি যোগীর মন্ত্রীর

কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি৷

‘rape of married woman is different’, UP Minister’s shocking claim
Published by: Tanujit Das
  • Posted:June 10, 2019 9:57 am
  • Updated:June 10, 2019 10:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘প্রতিটি ধর্ষণের নিজস্ব প্রকৃতি রয়েছে৷ নাবালিকাদের ক্ষেত্রে যেটা ধর্ষণ, মধ্যবয়স্ক বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু ধর্ষণ বিষয়টা অন্য ব্যাপার৷’’ না, কোনও উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি একথা বলেননি৷ ধর্ষণ নিয়ে এমনই আজব যুক্তি দিয়েছেন উত্তরপ্রদেশের যোগী সরকারের জলসম্পদ, খনিজ ও পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি৷

[ আরও পড়ুন: পোশাক খুলে নাচার দাবি-মহিলাদের মারধর, অসমে ইদের অনুষ্ঠান ঘিরে তুলকালাম ]

Advertisement

এমন একটা সময় উপেন্দ্র তিওয়ারি এই মন্তব্য করেছেন, যখন মহিলা ও শিশুদের উপর একের পর এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তাঁর নিজের রাজ্যেই৷ এবং এই যৌন নির্যাতন প্রতিরোধে যোগী সরকার অনেকটাই ব্যাকফুটে৷ উন্নাও থেকে শুরু করে সাম্প্রতিককালে আলিগড়ের মতো ধর্ষণের ঘটনায় বারবার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ গত ৩০ মে এক দু’বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের আলিগড়ে৷ তিনদিন পর আস্তাকুঁড় থেকে উদ্ধার হয়েছে ওই শিশুটির পচা গলা দেহ৷ ঘটনার তদন্তে সিট গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত৷ খুনের কারণ হিসাবে ব্যবসায়ীক শত্রুতাই অনুমান করছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক কঠোর ধারায় মামলা দায়ের হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে৷ আলিগড় বার অ্যাসোসিয়েশন অভিযুক্তদের কারও হয়ে মামলা লড়বে না বলে জানিয়েছে। শিশুকন্যার খুনের বিচার চেয়ে মোমবাতি মিছিল করেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-পড়ুয়ারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে যোগী সরকারের মন্ত্রিসভার সদস্য উপেন্দ্র তেওয়ারির এই মন্তব্য স্বভাবতই বিতর্ক তৈরি করেছে৷ তাঁর নিন্দায় সরব হয়েছে সমাজের একাংশ৷

Advertisement

[ আরও পড়ুন: সুখোই-ব্রহ্মস যুগলবন্দিতে আরও ঘাতক হতে চলেছে বায়ুসেনা]

তবে ধর্ষণ সম্পর্কে নিজের রুচিবোধের পরিচয় দিয়েই থেমে যাননি উপেন্দ্র তিওয়ারি৷ টুইটারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে অপমানজনক ভিডিও আপলোডের অপরাধে যে সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে, সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি৷ মন্ত্রীর পরামর্শ, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্ববান হওয়া উচিত৷ সোশ্যাল মিডিয়ায় কোনও ঘটনা আপলোড করার আগে তথ্য তালাশ করা প্রয়োজন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ