Advertisement
Advertisement

Breaking News

সিবিআইয়ের পর এবার আরবিআই! মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন ডেপুটি গভর্নর

'কেন্দ্র টি-২০ খেলছে, আমরা টেস্ট ক্রিকেট খেলি।'

RBI deputy governor slams Centre
Published by: Subhajit Mandal
  • Posted:October 27, 2018 2:10 pm
  • Updated:October 30, 2018 11:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই নিয়ে দেশজুড়ে ডামাডোল। এমনিতেই চরম অস্বস্তিতে মোদি সরকার। এরই মধ্যে নয়া অস্বস্তি সামনে এল। এবার আর্থিক ক্ষেত্রে। সিবিআই কর্তাদের মতো আরবিআই কর্তারাও যে মোদি সরকারের কাজে সন্তুষ্ট নয়, তা প্রকাশ পেল শীর্ষ ব্যাংকের ডেপুটি গভর্নরের কথায়। বিরল আচার্য্য বললেন, কেন্দ্র টি-২০ খেলছে, আমরা টেস্ট খেলি। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপে কেন্দ্রের বিধি নিষেধ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর।

[নীতীশের সঙ্গে চূড়ান্ত রফা, বিহারে নতুন জোট জটে বিজেপি]

কদিন আগেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলির সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। একসময় নরেন্দ্র মোদির প্রথম পছন্দ উর্জিত এখন জেটলির চক্ষুশূল। তার কারণ মূলত বিভিন্ন ব্যাংক জালিয়াতির অভিযোগ। জেটলির দাবি, জালিয়াতির যত ঘটনা ঘটছে তাতে কেন্দ্রের থেকেও বেশি দায়ী ব্যাংকগুলি। অথচ, সমালোচনার শিকার হতে হচ্ছে শুধু রাজনীতিবিদদের। এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরণ ঘটালেন উর্জিতের ডেপুটি। বললেন, “অনেক সময় ব্যাংকের ঋণ দেওয়ার পদ্ধতিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র। নিয়মে শিথিলতা আনার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এর ফলে প্রদেয় ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যাচ্ছে।”

Advertisement

[নাম না করে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ জিগনেশের]

বিরল আচার্য বলেন, “কেন্দ্রীয় ব্যাংকগুলি কঠিন সিদ্ধান্ত নিতে চাইছে যাতে ভবিষ্যতে সুবিধা হয়, কিন্তু শর্ট-টার্ম সুরাহার আশায় অনেক সময়ই ব্যাংকের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। এই শর্ট-টার্ম মানসিকতা থেকে অর্থনীতিকে বাঁচাতে হলে সরকারর হস্তক্ষেপ থেকে শীর্ষ ব্যাংককে দূরে রাখতে হবে। সরসরি সরকারের হস্তক্ষেপ এবং মধ্যস্থতার চেষ্টা অনেক সময়ই রিজার্ভ ব্যাংকের স্বয়ংক্রিয়তাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।” বিরল বলেন, সাময়িক সুরাহার জন্য টি-২০ খেলছে কেন্দ্র, কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে বিশ্বাসী। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ব্যাংকের কাজে কেন্দ্রীয় হস্তক্ষেপ বন্ধ করার পক্ষে সওয়াল করেন তিনি। উল্লেখ্য, মোদি জমানাতেই নোট বাতিল, জিএসটির মতো আর্থিক সংস্কার করা হয়। আর সেসময় বলা হয়েছিল, এই পদক্ষেপগুলি ভবিষ্যতের কথা ভেবে নেওয়া হচ্ছে। এতে আসলে উপকার পাবে অর্থনীতি। কিন্তু রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন উলটো কথা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ