BREAKING NEWS

১ আশ্বিন  ১৪২৭  শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

মোদি-অক্ষয়ের ‘অরাজনৈতিক’ সাক্ষাৎকারের নেপথ্যে এই সংবাদমাধ্যম!

Published by: Sayani Sen |    Posted: April 28, 2019 10:23 am|    Updated: April 28, 2019 5:26 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ এপ্রিল সংবাদসংস্থা এএনআই নরেন্দ্র মোদির অরাজনৈতিক সাক্ষাৎকার সম্প্রচার করে৷ ওই সাক্ষাৎকারটি নিতে দেখা যায় বলিউডের খিলাড়ি কুমারকে৷ দীর্ঘ কথোপকথনে উঠে এসেছে নানা প্রসঙ্গ৷ আমের প্রতি ভালবাসা থেকে তাঁর পোশাক-আশাকের প্রসঙ্গ যেমন তাতে উঠে এসেছে, তেমনই আবার এই সাক্ষাৎকারেই মোদি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী ঠিক কীভাবে তাঁর সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রাখেন৷ তাঁর ব্যক্তিগত জীবনের নানা কথাও অক্ষয় কুমারের সঙ্গে খোলামেলা আড্ডায় অকপটে জানিয়েছেন মোদি৷ এই সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন মহলে আগ্রহের শেষ নেই৷ সম্প্রতি সামনে এসেছে এই আলাপচারিতার নেপথ্য কাহিনি৷

[ আরও পড়ুন: বিনা অনুমতিতে সভা, গম্ভীরের বিরুদ্ধে মামলা কমিশনের]

জানা গিয়েছে, মোদির মুখোমুখি বসে ঘণ্টাখানেক ধরে কথোপকথনের আগে নাকি রীতিমতো হোমওয়ার্ক করেছেন অক্ষয় কুমার৷ ঠিক যেমন অভিনয়ের আগে চরিত্র সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য হোমওয়ার্ক করেন তিনি৷ আর এই হোমওয়ার্কের জন্য তাঁকে সহযোগিতা করেছে ‘জি মিডিয়া’৷ কীভাবে একের পর এক প্রশ্নবাণ মোদির দিকে ছুঁড়ে দেবেন খিলাড়ি কুমার, কীভাবেই বা প্রধানমন্ত্রীর উত্তরকে সামলে পরবর্তী প্রশ্নে যাবেন, সে সবেরই রীতিমতো প্রস্তুতি নিয়েছিলেন অক্ষয় কুমার৷ সাক্ষাৎকারের সময় সেট সাজানো থেকে ক্যামেরার অবস্থান, এমনকী অক্ষয় এবং মোদির পোশাকের বন্দোবস্ত সবকিছুই করেছে ‘জি মিডিয়া’৷ এখানেই শেষ নয়, সাক্ষাৎকারের পর পোস্ট প্রোডাকশনের কাজেরও দায়িত্ব সামলেছে দেশের নামী এই সংবাদমাধ্যমটি৷

[ আরও পড়ুন: অস্ত্রোপচারেই ক্যানসার থেকে রেহাই, গোমূত্রের তত্ত্ব উড়িয়ে দাবি সাধ্বীর চিকিৎসকের]

তবে অরাজনৈতিক সাক্ষাৎকারের নেপথ্যে ‘জি মিডিয়া’র ভূমিকা নিয়েও একাধিক প্রশ্নের ভিড়৷ প্রশ্ন উঠছে, ‘জি মিডিয়া’ সমস্ত সহযোগিতা করলেও কেন সাক্ষাৎকারটি সংবাদসংস্থা এএনআই-তে সম্প্রচারিত হল? অরাজনৈতিক সাক্ষাৎকার কী ‘জি মিডিয়া’র মস্তিষ্কপ্রসূত? নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এই অরাজনৈতিক সাক্ষাৎকারের কথা অক্ষয় কুমারকে বলা হয়েছিল? পিএমও-র তরফেই কী সাক্ষাৎকারের পোস্ট প্রোডাকশনের দায়িত্ব ‘জি মিডিয়া’র কাঁধে তুলে দেওয়া হয়েছিল? ‘জি মিডিয়া’ এর আগেও কী অন্য কোনও অনুষ্ঠানের প্রোডাকশনের দায়িত্ব নিয়েছিল? হাজারও প্রশ্ন মাথাচাড়া দিলেও এ প্রসঙ্গে ‘জি মিডিয়া’র তরফে কিছুই জানা যায়নি৷ যদিও এই অরাজনৈতিক সাক্ষাৎকারের আগে লোকসভা নির্বাচনের আবহে ‘জি মিডিয়া’র মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদি৷

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement