BREAKING NEWS

৯ মাঘ  ১৪২৮  রবিবার ২৩ জানুয়ারি ২০২২ 

READ IN APP

Advertisement

উর্দি পরে হিন্দি গানের তালে নাচ মহিলা পুলিশকর্মীদের, ভাইরাল ভিডিও

Published by: Sayani Sen |    Posted: April 3, 2019 12:55 pm|    Updated: April 3, 2019 12:55 pm

Row over some Women police dance on the stage

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজে বেশ জোরে জোরে চলছে স্বপ্না চৌধুরির গান৷ তার সঙ্গে কোমর দোলাচ্ছেন বেশ কয়েকজন মহিলা৷ আপাতদৃষ্টিতে এ দৃশ্য নিয়ে আপত্তি তোলার মতো কিছু নেই৷ তবে মহিলাদের পোশাক নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ ভাবছেন নিশ্চয়ই আপত্তিকর পোশাকে নাচছিলেন মহিলারা৷ মোটেও না, ওই মহিলাদের পরনে ছিল পুলিশের উর্দি৷ সেই ভিডিও ভাইরাল হতে না হতেই পুলিশকর্মীদের উর্দির প্রতি কোনও সম্মান নেই এই অভিযোগেই উঠেছে সমালোচনার ঝড়৷

[ আরও পড়ুন: চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’, রেলকে শোকজ নির্বাচন কমিশনের]

নাচের আসরটি বসেছিল ৩০ মার্চ৷ ওইদিনই দিল্লির দক্ষিণ-পশ্চিম ডিস্ট্রিক্ট পুলিশের অল উইমেন সম্পর্ক সভার উদ্যোগে আয়োজন করা হয় সুনো সহেলি অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা। অনুষ্ঠানে প্রায় হঠাৎই বেজে ওঠে স্বপ্না চৌধুরির বিখ্যাত গান ‘তেরি আঁখে কা ও কাজল’।

[ আরও পড়ুন: আরএসএসকে অপমান! রাহুল গান্ধীর কাছে ১ টাকা জরিমানা চাইল সংঘ]

আর এই গান শুরু হতেই কোমর দোলাতে শুরু করেন তিন-চার জন মহিলা পুলিশকর্মী৷ তাঁদের দেখে আরও কয়েকজন মঞ্চে উঠে নাচতে শুরু করেন৷ এখানেই শেষ নয়৷ নাচতে নাচতে এক পুলিশকর্মী মঞ্চে হাত ধরে টেনে নিয়ে যান এক আইপিএসকে৷ মঞ্চে উঠে নাচতে শুরু করেন আইপিএস মেরি জাইকেরও৷ নাচের সময় প্রত্যেকেই পুলিশের পোশাক পরেছিলেন৷

এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়৷ বলা চলে প্রায় বিদ্যুতের গতিতেই তা ভাইরালও হয়ে যায়৷ আর তারপর থেকে ওই ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়৷ পুলিশের পোশাকে মঞ্চে উঠে নাচকে ভাল চোখে দেখছেন না অনেকেই৷ মহিলা পুলিশকর্মীরা ঊর্দির সম্মান রাখতে পারেননি বলেও টুইট করেছেন কেউ কেউ৷

নেটিজেনদের একাংশ যদিও পুলিশকর্মীদের প্রাণোচ্ছ্বলতার প্রশংসা করেছেন৷ তাঁদের দাবি, সারদিন চোর-ডাকাত নিয়ে সময় কাটে পুলিশকর্মীদের৷ সুযোগ পেয়ে না হয় একটু কোমর দুলিয়েছেন৷ তা নিয়ে এত সমালোচনার কি আছে?

তবে নেটিজেনরা যে যাই বলুন না কেন, এ বিষয়ে দিল্লি পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে