Advertisement
Advertisement
RBI

রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর জোস জে কাট্টুর

আজ এই ঘোষণা করা হলেও গত ৪ মে থেকে তাঁর কার্যকাল ধরা হবে।

The Reserve Bank of India appointed Jose J Kattoor as Executive Director । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:May 10, 2021 8:58 pm
  • Updated:May 10, 2021 8:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাংক (RBI) জোস জে কাট্টুরকে ( Jose J Kattoor) এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত করল। আজ সোমবার রিজার্ভ ব্যাংকের তরফে এই ঘোষণা করা হলেও ৪ মে, ২০২১ থেকেই তাঁর কার্যকাল ধরা হবে। কাট্টুর এর আগে কর্ণাটকে রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। সেখান থেকে এখন আরবিআই-এর নতুন এক্সিকিউটিভের দায়িত্ব সামলাবেন।

কর্ণাটকের আরবিআই-এর ডিরেক্টর হিসাবে তিনি প্রায় তিন দশক কাজ করেছেন। সেখানে তিনি দক্ষতার সঙ্গে যোগাযোগ, মানবসম্পদ, আর্থিক বিষয়ক নানা দিকে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। রিজার্ভ ব্যাংকের দিল্লির কেন্দ্রীয় দপ্তরে কাট্টুর মানব সম্পদ বিভাগ, কর্পোরেট কৌশল, বাজেট এবং রাজভাষা বিভাগের দায়িত্বে থাকবেন।

Advertisement

কাট্টুর রুরাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার আগে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে। পরে আমেরিকায় পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল অফ বিজনেস থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এএমপি) করেন। এ ছাড়াও তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স থেকে পেশাদার ডিগ্রি লাভ করেন।

[আরও পড়ুন: ফের সভাপতি নির্বাচন পিছিয়ে দিল কংগ্রেস, আপাতত দায়িত্বে সোনিয়া গান্ধীই]

করোনা পরিস্থিতিতে কাট্টুরের এই বহুমুখী প্রতিভা রিজার্ভ ব্যাংক কাজে লাগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: নেপাল থেকে করোনা সংক্রমণ আটকাতে এবার এভারেস্টের চূড়ায় ‘বেড়া’ দেওয়ার পরিকল্পনা চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ