Advertisement
Advertisement
Congress

‘ওঁরা কেবল রান্না করতেই জানেন’, মহিলা প্রার্থীকে কটাক্ষ করে বিতর্কে কংগ্রেস বিধায়ক

৯২ বছরের ওই নেতাই কংগ্রেসের প্রবীণতম বিধায়ক।

'They only know how to cook', Cong MLA's remark sparks row
Published by: Biswadip Dey
  • Posted:March 30, 2024 11:18 am
  • Updated:March 30, 2024 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েরা কেবলই রান্না করতে জানে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেসের (Congress) প্রবীণতম বিধায়ক শামানুর শিবশংকরাপ্পা। ৯২ বছরের রাজনীতিকের লক্ষ্য ছিলেন কর্নাটকের দেবনাগরী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গায়েত্রী সিদ্ধেশ্বরা। বিজেপি (BJP) এই মন্তব্যের নিন্দা করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

ঠিক কী বলেছিলেন দেবনাগরী দক্ষিণের পাঁচবারের বিধায়ক? বিপক্ষকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস নেতার মন্তব্য, ”আপনারা জানেন উনি নির্বাচনে জিতে মোদিকে পদ্মফুল উপহার দিতে চান। সবার আগে ওঁদের দেবনাগরীর সমস্যাটা বুঝতে হবে। আমরা এখানে উন্নয়নমূলক কাজ করে চলেছি। কথা বলতে জানতে হয়। কিন্তু ওঁরা কেবল রান্না করতেই জানেন। বিরোধীদের জনতার সামনে কথা বলার ক্ষমতাই নেই।” ৯২ বছরের ওই কংগ্রেস নেতার বউমা প্রভা মল্লিকার্জুন এই লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী গায়েত্রী বর্তমান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জি এম সিদ্ধেশ্বরার স্ত্রী। তাঁকে আক্রমণ করার সময় এমন লিঙ্গবৈষম্যমূলক কথা কেন বললেন শামানুর, তা নিয়ে বিতর্ক ঘনিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কম্বোডিয়ায় ‘ক্রীতদাস’ ৫ হাজার ভারতীয় নাগরিক, উদ্ধার অভিযানে দিল্লি]

এই পরিস্থিতিতে গায়েত্রী ‘জবাব’ দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতাকে। তাঁর কথায়, ”উনি বলেছেন, আমরা কেবল রান্না করতেই পারি। এবং আমাদের রান্নাঘরেই থাকা উচিত। আজ মেয়েরা কোন পেশায় নেই? আমরা আকাশে উড়ছি। ওই বৃদ্ধ জানেনই না মহিলারা কতটা উন্নতি করেছেন আজ। উনি জানেন না বাড়ির পুরুষ, শিশু ও বর্ষীয়ানদের জন্য রান্না করার সময় মহিলারা কতটা ভালোবাসা নিয়ে তা করেন।” শামানুরের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। দলের মুখপাত্র মালবিকা অবিনাশ একথা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কাদামাখা অন্ধকার পথে হাতির পিঠে ইন্দিরা! ঘুরে দাঁড়ানোর ‘আঁতুড়ঘর’ বিহারের সেই গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ