Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

ভয়ংকর! সাইকেলের চেনে গলা পেঁচিয়ে, মাথা থেঁতলে, নলি কেটে বন্ধুকে খুন তিন নাবালকের

আটক করা হয়েছে অভিযুক্ত ১১, ১৪ এবং ১৬ বছরের নাবালকদের।

This 3 minors strangle 12 year old with cycle chain in MP and stuff body in polythene bag | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 16, 2023 6:25 pm
  • Updated:May 16, 2023 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন হল ১২ এক বছরের কিশোর। খুনে যারা অভিযুক্ত তাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। চমকে দেওয়া এই হত্যাকাণ্ড মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। মৃতের বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল ষোলো বছরের কিশোর। তাতে বাধা দিয়েছিল বারো বছরের কিশোর। এই ‘অপরাধে’ তাকে প্রাণে মারার পরিকল্পনা করে তিন কিশোর মিলে। অভিযোগ, সেই মতো নির্জন জায়গায় বন্ধুকে ডেকে গলায় সাইকেলের চেন পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে, পাথর দিয়ে মাথা থেঁতলে, গলার নলি কেটে খুন করে তারা। দেহ লোপাটেরও চেষ্টা করে। অভিযুক্ত তিন নাবালককেই আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার মাগারকাথা গ্রামের। মৃত কিশোরের বোনের সঙ্গে কথা বলা নিয়েই বন্ধুদের মধ্যে ঝামেলা বাঁধে। কিশোরের বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল ষোলো বছরের কিশোর। এত ক্ষিপ্ত হয়ে বাধা দিয়েছিল বারো কিশোর। যা পছন্দ হয়নি বন্ধুদের। এরপর রীতিমতো ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে তিন কিশোর। রবিবার তারা বন্ধুকে একটি নির্জন জায়গায় ডেকে নেয়। এরপর আচমকা গলায় সাইকেলের চেন পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করার চেষ্টা করে। কিশোর যন্ত্রণায় ছটফট করলে ভারী পাথর দিয়ে আঘাত করা হয় মাথায়। শেষে মৃত্যু নিশ্চিত করতে তার গলার নলি কাটা হয়। প্লাস্টিকের ব্যাগে ভরে একটি ফাঁকা জায়গায় দেহ ফেলে দেয় তারা।

Advertisement

[আরও পড়ুন: ‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না’, বিরোধীদের অভিযোগের মধ্যেই ইডিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের]

এক স্থানীয় মহিলা স্টোনচিপসের ঢিবির উপরে রক্তমাখা প্লাস্টিকের ব্যাগ দেখেন। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যাগের ভিতর থেকে বছর বারোর এক কিশোরের থেঁতলানো দেহ উদ্ধার করে। তদন্তে নেমে ৩ নাবালককে আটক করেছে পুলিশ। তাদের বয়স ১১, ১৪ এবং ১৬। তাদের দুই ভাইও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির আফগান দূতাবাসে জোর করে ঢোকার চেষ্টা তালিবান ‘কূটনীতিকে’র, রুখে দিল কর্মীরাই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ