Advertisement
Advertisement
TMC-Congress

মোদি সরকারের হাত ধরে দেশে ফিরল নোটবাতিলের আতঙ্ক! তোপ কংগ্রেস-তৃণমূলের

এটা কি মোদির মাস্টারস্ট্রোক? কটাক্ষ বিরোধীদের।

TMC-Congress hits out as RBI withdraws Rs 2,000 notes | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 19, 2023 9:33 pm
  • Updated:May 20, 2023 8:22 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিলের পথে ২০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাংকের ঘোষণার পরই মোদি সরকারকে একহাত নিল বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই দেশে আবার ফিরল নোটবাতিলের সেই ভয়ংকর আতঙ্কের দিন! এভাবেই তোপ দেগেছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি।

কংগ্রেস নেতা পবন খেরা টুইটারে লেখেন, “২০১৬ সালের ৮ নভেম্বরের সেই ভয়ংকর দিন আবার ফিরল। নোটবাতিলের সিদ্ধান্ত যে নেহাতই একটা বিপর্যয় ছিল, তা আরও একবার প্রমাণিত। বাজারে ২০০০ টাকার নোট এলে, কীভাবে দেশবাসী লাভবান হবেন, সেই কথা বলেছিলেন মোদি। এখন যখন তা উঠে যাচ্ছে, তখন তাঁর প্রতিশ্রুতির কী হবে?” এই নোট বাজার থেকে তুলে নেওয়ার সঠিক কারণ কেন্দ্রকে ব্যাখ্যা করতে হবে বলেও দাবি করেছেন তিনি। মানুষকে সমস্যায় ফেলতে এবং মানুষের বিরুদ্ধে এজেন্ডা করতেই তৎপর কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: মাদকাসক্ত ও পাচারকারীদের মৃত্যু হলে কবর দেওয়া যাবে না, ঘোষণা অসমের এই জেলায়]

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও মোদি সরকারকে কটাক্ষ করে লেখেন, আগে কাজ করে ফেলে পরে ভেবেছে সরকার। ধুমধাম করে ২০০০ টাকার নোট এনে এখন নিজেরাই তা তুলে নিচ্ছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও টুইটারে তোপ দাগেন। লেখেন, “এটাই প্রত্যাশিত ছিল। ২০০০ টাকার নোট লেনদেনে এমনিতেই সমস্যা হত। মূর্খের মতো নোটবাতিলের উপর ২০০০ টাকার ব্যান্ডেড দেওয়া হয়।”

Advertisement

কংগ্রেসের মতোই মোদি সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল কংগ্রেসও। টুইটারে লেখে, ২০১৬ সালে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিল বিজেপি সরকার। বলা হয়েছিল ২০০০ টাকার নোট বাজারে এনে রুখে দেওয়া যাবে কালো টাকার রমরমা। আর ৭ বছর পর আবার সেই নোটও তুলে নেওয়া হচ্ছে। এটা কি মোদির মাস্টারস্ট্রোক? বিরোধীদের কটাক্ষ, এভাবেই নোটবাতিলের বৃত্ত সম্পন্ন করল কেন্দ্র।

[আরও পড়ুন: ‘নবজোয়ার আটকালে আমি জেলায় জেলায় যাব’, অভিষেককে CBI তলবের পর হুঙ্কার মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ