Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

দমছেন না মহুয়া, বিতর্কের মধ্যে ফের আদানিদের নিশানা তৃণমূল সাংসদের

ক্রমাগত চাপ আসার পরও অনড় মহুয়া।

TMC's Mahua Moitra attacks Adani Group again | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 25, 2023 6:55 pm
  • Updated:October 25, 2023 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ ওঠায় তিনি কোণঠাসা। যত দিন যাচ্ছে তত চাপ বাড়াচ্ছে বিজেপি। দলও যে তাঁর পাশে নেই সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন শীর্ষ নেতারা। তবে এত কিছুতেও দমছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)। যাঁদের বিরুদ্ধে প্রশ্ন করায় তাঁকে এত বিপাকে পড়তে হয়েছে, সেই আদানি গোষ্ঠীকে ফের নিশানা করলেন কৃষ্ণনগরের সাংসদ।

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আদানিদের সবচেয়ে বড় সংস্থা আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ৮৫ শতাংশ কমেছে। সেই তথ্যকে হাতিয়ার করে এদিন ফের আদানি গোষ্ঠীকে তোপ দাগলেন কৃষ্ণনগরের সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি বলে গেলেন, “তাসের ঘর একদিন ভাঙবেই। চিরদিন কাউকে বোকা বানানো যায় না।”

Advertisement

[আরও পড়ুন: দেশে নেই লিঙ্গসাম্য, নারীদের বন্‌ধে শামিল খোদ আইসল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী]

আসলে গত ২৪ জানুয়ারি সংস্থার হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল ৩,৮৯১ টাকা ৭৫ পয়সা। বর্তমানে শেয়ার প্রতি সেই দর মেনে এসেছে মাত্র ৫৭৫ টাকার আশেপাশে। অর্থাৎ সব মিলিয়ে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম প্রায় ৮৫ শতাংশ কমে গিয়েছে। সেই তথ্যকে হাতিয়ার করেই মহুয়া বলছেন,”হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) প্রকাশ্যে আসার ৯ মাস পরে আদানিদের শেয়ারে ৮৫ শতাংশ ধস নেমেছে। আদানিদের ৭ সংস্থার মধ্যে আদানি টোটাল গ্যাস (Adani Total Gas) প্রথম এই সংখ্যাটায় পৌঁছল। আসলে তাসের ঘর একদিন ভাঙবেই। চিরদিন কাউকে বোকা বানানো যায় না।”

Advertisement

[আরও পড়ুন: হামাসের পাশে রাষ্ট্রসংঘের মহাসচিব! গুতেরেসের পদত্যাগ দাবি ইজরায়েলের]

মহুয়ার এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। প্রথমত, আদানিদের নিয়ে প্রশ্ন তুলেই বিপাকে পড়েছিলেন তিনি। দ্বিতীয়ত তৃণমূল দলগতভাবে সরাসরি আদানির বিরোধিতার পক্ষে নয়। মমতা-অভিষেকরা অবশ্যই দুর্নীতি বিরোধী। কিন্তু প্রমাণ হওয়ার আগে নির্দিষ্ট শিল্পগোষ্ঠীকে টার্গেট করাটা দল কতটা সমর্থক করে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ