BREAKING NEWS

৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ট্রাম্পকে স্বাগত জানিয়ে বিরল কৃতিত্বের অধিকারী হলেন মোদি

Published by: Paramita Paul |    Posted: February 24, 2020 2:43 pm|    Updated: February 24, 2020 2:43 pm

Trump in India: Modi equals Manmohan by hosting two USA presidents

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু মার্কিন প্রেসিডেন্ট্র ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। তাঁকে স্বাগত জানিয়ে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি দুই মার্কিন প্রেসিডেন্টকে দেশে স্বাগত জানালেন। এর আগে দুই প্রেসিডেন্টকে দেশে স্বাগত জানিয়ছিলেন ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ডোনাল্ড ট্রাম্প সপ্তম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ভারত সফরে এলেন। এর আগে আইসেন হোয়ার, রিচার্ড নিক্সন, জিমি কার্টার, বিল ক্লিনটন জর্জ বুশ ও বারাক ওবামা ভারতে এসেছেন। ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় স্বাধীন ভারতে প্রথম সফরে (১৯৫৯) আসেন মার্কিন রাষ্ট্রপতি আইসেন হোয়ার। সেসময় ভারত রাশিয়া জোট ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। তারপরেও ভারতকে বিশাল অংকের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। তাঁকে সেইসময় স্বাগত জানিয়েছিলেন জওহরলাল নেহরু। এর প্রায় ১০ বছর পর ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে আসেন রিচার্ড নিক্সন। তিনি আবার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে বিশেষ পছন্দ করতেন না বলেই খবর। এমনকী ইন্দিরা গান্ধীকে বিতর্কিত নামে ডাকার টেপও ফাঁস হয়েছিল সেসময়।  জনতা দলের শাসনকালে ভারতে আসেন জিমি কার্টার। তবে সবচেয়ে বেশিদিনের জন্য ভারত সফরে এসেছিলেন বিল ক্লিন্টন।অটলবিহারী বাজপেয়ীর শাসনকালে পাঁচ দিনের জন্য সফরে এসেছিলেন তিনি। যা এখনও সর্বোচ্চ।

[আরও পড়ুন : মার্কিন দুগ্ধজাত পণ্যে ‘না’ ভারতের, ট্রাম্পের দুধের স্বাদ কি ঘোলে মিটবে?]

পরবর্তী সময় ২০০৬ সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সফরে এসেছিলেন জর্জ বুশ। ২০১০ সালে মনমোহন সিংয়ের জমানায় ভারতে এসেছিলেন বারাক ওবামা। এতদিন একমাত্র মনমোহন সিংই দুই ভিন্ন মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে তাঁর আমলে ভারত সফরে এসেছিলেন বারাক ওবামা। ফের ২০২০ সালে ভারতে এলেন ডোনাল্ড ট্রাম্প।

[আরও পড়ুন : দিল্লির স্কুলে মেলানিয়ার সফরে কেন বাদ কেজরি-শিসোদিয়া, ব্যাখ্যা দিল আমেরিকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে