Advertisement
Advertisement
সমকামী যুগল

হোটেলে ‘অশ্লীল’ আচরণ, সমকামী যুগলকে হেনস্তা কর্তৃপক্ষের

প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনায় সমকামী যুগল৷

Two women have alleged they were thrown out of a Chennai hotel
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2019 1:05 pm
  • Updated:August 3, 2019 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের স্লেট হোটেল থেকে রীতিমতো জোর করে বের করে দেওয়া হয় দুই মহিলাকে৷ সমকামী সম্পর্কের কারণে তাঁদের এমন হেনস্তার শিকার হতে হয়েছে বলেই দাবি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সমকামিতা বর্তমানে বৈধ৷ তবে তা সত্ত্বেও সমাজের ছবি যে এতটুকু বদলায়নি, এই ঘটনায় তাই যেন আরও একবার প্রমাণিত হল৷

[আরও পড়ুন: শাশুড়িকে ধর্ষণ ‘গুণধর’ জামাইয়ের, অভিযোগ জানালে স্ত্রীকে ডিভোর্সের হুমকি]

বছর কুড়ির দুই তরুণী রসিকা গোপালকৃষ্ণণ এবং শিবাঙ্গী সিং। ২৮ জুলাই দু’জন গিয়েছিলেন চেন্নাইয়ের স্লেট হোটেলে। তরুণীদের অভিযোগ, হোটেল থেকে বের করে দেওয়া হয় তাঁদের। গোপালকৃষ্ণণ ফেসবুকে লিখেছেন, ‘‘আমি ও আমার বান্ধবী স্লেট হোটেল নামে এক পানশালায় গিয়েছিলাম। আমরা যখন নাচছি, চার-পাঁচজন আমাদের দিকে তাকিয়েছিল। আমাদের দিক থেকে চোখ সরাচ্ছিল না। আমরা খুব অস্বস্তিতে পড়েছিলাম। সেদিন সকলেই হোটেলে আনন্দ করছিল। আমরাও করছিলাম। তাহলে আমাদের দিকেই কেন তাকিয়ে ছিল সকলে? লোকজন যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল, তাতে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি এবং আমার বান্ধবী একই লিঙ্গের হওয়ায় কি এত সমস্যা৷ তাই কি সবাই আমাদের অবাক হয়ে দেখছিলেন? এখানেই শেষ নয়৷ আমি শৌচালয়ে যাওয়ার পর যা ঘটল তা ভাবা যায় না৷ ভিতর থেকে শুনতে পাই দরজায় কেউ ধাক্কা দিচ্ছে৷ দরজা খুলতে চারজন পুরুষ এবং এক মহিলা বাউন্সার ঢুকে পড়ল৷ তারা জানতে চাইল আমরা শৌচালয়ে কি করছি? উত্তর না শুনেই তারা বলতে শুরু করল আমরা শৌচালয়ে ‘অন্য কিছু’ করছিলাম৷ এরপর হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় আমাদের৷’’

Advertisement

[আরও পড়ুন: তিন টুকরো হচ্ছে কাশ্মীর, হোয়াটসঅ্যাপে ঘুরল গুজব]

তবে হোটেল কর্তৃপক্ষ ওই তরুণীদের দাবি মানতে চায়নি৷ ওই তরুণী এমন কিছু আচরণ করছিল যা অন্যান্যদের অস্বস্তিতে ফেলছিল, তাই বের করে দেওয়া হয়েছে বলেই পালটা সাফাই হোটেল কর্তৃপক্ষের৷ ঘটনার প্রমাণ হিসাবে সিসিটিভি ফুটেজের কথাও উল্লেখ করা হয়েছে৷ তবে হোটেল কর্তৃপক্ষ দাবি সম্পূর্ণ মিথ্যা বলেই জানিয়েছেন শিবাঙ্গী সিং৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘হোটেলের ম্যানেজার বলেছিল আমরা খারাপ কিছু করছিলাম। সিসিটিভি ফুটেজও রয়েছে৷ আমরা সেই ফুটেজ দেখতে চেয়েছিলাম কিন্তু তারা দেখায়নি৷’’ আপাতত প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছেন ওই সমকামী যুগল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ