সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমরা কখনও সহনশীল হন না, সহনশীলতার মুখোশ পরে থাকেন। যাতে করে জনজীবনে টিকে থাকতে পারেন। যাতে করে রাজ্যপাল, উপরাষ্ট্রপতির মতো পদে পৌঁছানো যায়। যেই ওই পদ থেকে অবসর নেন, ওমনি মুখোশ খুলে যায় তাঁদের। সোমবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) এক জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সত্য পাল সিং বাঘেল (Satya Pal Singh Baghel)। তিনি আরও দাবি করেন, হিন্দুরাষ্ট্রের কাঠামোই ভারতীয় রাষ্ট্রের মূল কাঠামো।
সোমবার মহারাষ্ট্র সদনে আরএসএসের জনসভায় কেন্দ্রের আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাঘেল বলেন, “সহনশীল মুসলিমের সংখ্যা হাতে গোনা। সংখ্যাটা হাজার খানেকও হবে না। সেটাও জনজীবনে টিকে থাকার ভান। যাতে করে রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, উপাচার্য ইত্যাদি পদে পৌঁছানো যায়। অবসর নেওয়ার পরেই এরা অন্য রূপ ধারণ করেন এবং মনের কথা বলতে শুরু করেন।” কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া নেতার সাফ কথা, এদেশের মুসলিম শাসকরা কখনই মনেপ্রাণে ভারতীয় হয়ে উঠতে পারেননি। বাঘেল বলেন, “আমি লোহিয়াজির (রাম মনোহর) সঙ্গে একমত নই। ঘোরির মতো মুসলিম শাসকরা লুটেরা আর আকবর, দারাশুকো, রাজিয়া সুলতানা ছিলেন আমাদের পূর্বপুরুষ, এমনটা নয়। শরিয়ত আইন মেনেই শাসন চালাতেন দিল্লির শাসকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.