সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা যাত্রী বোঝাই জিপের। মৃত্যু ৮ যাত্রীর। আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে (Siddharthnagar)। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
UP | Eight people killed after a jeep carrying 11 people rammed into a stationary truck on NH28 in Siddharthnagar dist
CM expresses deep condolences on the loss of lives in the road accident. He has given instructions to provide proper treatment to those injured in the accident pic.twitter.com/8UH7hiOi67
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 22, 2022
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ জন যাত্রী। ২৮ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে জিপটি। সঙ্গে সঙ্গে সেটি দুমরে-মুচড়ে যায়। দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু স্থানীয়দের তৎপরতা সত্ত্বেও হতাহত এড়ানো যায়নি। দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িটির ৮ যাত্রীর। বাকি ৩ জন আহত হন।
[আরও পড়ুন: জ্বালানি শুল্ক কমানোর পরই বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের, VAT কমাল কেরল, রাজস্থানও]
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: তামিলনাড়ুতে হদিশ করোনার নয়া ভ্যারিয়েন্টের, দেশে একদিনে অনেকটা বাড়ল মৃতের সংখ্যা]
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দু’ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
उत्तर प्रदेश के सिद्धार्थनगर में हुआ सड़क हादसा अत्यंत पीड़ादायक है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं। ईश्वर उन्हें इस अपार दुख को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 22, 2022