সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যকেন্দ্রে মদ খেয়ে এসেছিলেন। সেখানে আসা রোগীদের চিকিৎসা করতেও চাইছিলেন না। বিষয়টিকে কেন্দ্র করে বচসার জেরে তাঁকে বেধড়ক মারধর করলেন এক রোগীর আত্মীয়রা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টির উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
[আরও পড়ুন- ‘সারমেয়কে পালটা কামড়ান’, কুকুরে কামড়ানো রোগীকে পরামর্শ চিকিৎসকের]
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে ওই ডাক্তার মদ্যপ অবস্থায় কিছু লোকের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন। আর তারপরে সামনে থাকা এক যুবকের সঙ্গে হাতাহাতি জড়িয়েছেন। কিছুক্ষণ পরে দেখা যায় ওই ডাক্তারকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছেন কয়েকজন। পরে অবশ্য তাঁদের মধ্যে একজন ওই ডাক্তারকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে দূরে সরিয়ে নিয়ে যান।
এপ্রসঙ্গে মদন নামে ওই রোগীর এক আত্মীয় বলেন, “আমার এক আত্মীয় পথ দুর্ঘটনার ফলে জখম হয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমরা তাঁকে কাসগঞ্জের ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। কিন্তু, সেখানে থাকা এক ডাক্তার মদ খেয়ে মাতলামি করছিলেন। আমরা বারবার রোগীকে দেখার কথা বললেও শোনেননি। উলটে আমাদের মারতে উদ্যত হন। বিষয়টিকে কেন্দ্র করে কথা কাটাকাটি চলাকালীন মারামারি শুরু হয়ে যায়।”
[আরও পড়ুন-উপকূলকে গ্রাস করছে সমুদ্র, বছরে ১.৩ মিলিমিটার করে বাড়ছে জলস্তর]
অন্য এক আত্মীয় বলেন, “ওই ডাক্তার রোগী দেখতে চাইছিলেন না। তাই আমরা তাঁকে অন্য হাসপাতালে রোগীকে স্থানান্তরিত করার আবেদন জানাই। কিন্তু, এর জন্য উনি আমাদের থেকে ১০ হাজার টাকা দাবি করছিলেন। আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি ছিলাম। কিন্তু, উনি তাতে রাজি হননি। এই নিয়ে বচসা চলাকালীন রোগীর বিশেষ চাহিদাসম্পন্ন এক ভাইকে ধাক্কা মারেন ওই ডাক্তার। এরপরই মারামারি শুরু হয়ে যায়।”
#WATCH Kasganj: A doctor at Community Health Centre who was allegedly in an inebriated state was beaten up by public yesterday. Relative of a patient says, “My relative was injured in a road accident, the doctor didn’t attend him & instead fell on him.” pic.twitter.com/vIWjybUY4r
— ANI UP (@ANINewsUP) June 28, 2019