Advertisement
Advertisement

Breaking News

RSS

‘পশ্চিমী দুনিয়ার মতোই আরএসএসকে ভুল বুঝছেন রাহুল’, মন্তব্য মার্কিন বুদ্ধিজীবীর

ওই গবেষকের মতে আরএসএসকে ধর্মীয় সংগঠন বলা যায় না।

Walter K Andersen says, 'Rahul Gandhi misinterpreted RSS like many in the west'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 8, 2023 2:22 pm
  • Updated:April 8, 2023 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী (Rahul Gandhi) আরএসএসকে (RSS) বুঝতে ভুল করেছেন। ঠিক যেভাবে পশ্চিমী দুনিয়াও ভুল করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বোঝার ব্যাপারে। সাম্প্রতিক ভারতীয় রাজনীতি নিয়ে কথা বলতে এমন কথাই বলতে শোনা গেল বিশিষ্ট মার্কিন বুদ্ধিজীবী ওয়াল্টার কে অ্যান্ডারসন। তাঁর দাবি, রাহুল যে নিজেকের একজন হিন্দু ও জাতীয়বাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন সেটাও ধাক্কা খাচ্ছে আরএসএস সম্পর্কে তাঁর ভুল ব্যাখ্যায়।

গত প্রায় পাঁচ দশক ধরে আরএসএস নিয়ে গবেষণা করছেন অ্যান্ডারসন। ‘ব্রাদারহুড ইন স্যাফ্রনে’র মতো বইও লিখেছেন এই নিয়ে। সেখানে পশ্চিমী দুনিয়ার চোখে আরএসএসের ভাবমূর্তি থেকে জাতিগত বৈষম্য, সংখ্যালঘুদের কাছে পৌঁছনোর চেষ্টায় আরএসএসের পদক্ষেপ নানা বিষয়ই উঠে এসেছে।

Advertisement

[আরও পড়ুন: মমতার পথে বিরোধী ঐক্যের বার্তা খাড়গের, ফোন স্ট্যালিন, উদ্ধব, নীতীশকে]

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্ডারসন। সেখানেই রাহুল ও আরএসএসের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে রাহুল গান্ধীকে গত কয়েক বছরে যেভাবে বারবার হিন্দু মন্দিরে যেতে দেখা গিয়েছে, তা থেকে পরিষ্কার যে কংগ্রেস নেতা নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠিত করতে দেখা গিয়েছে। অথচ আরএসএস সম্পর্কে তাঁর ধারণা ভুল।

Advertisement

অ্যান্ডারসনের কথায়, ”আরএসএসকে তিনি যেভাবে আক্রমণ করেছেন তা দেখে আমার সত্য়িই অবাক লেগেছে। বুঝতে হবে আরএসএসকে ধর্মীয় সংগঠন হিসেবে দেখাটা ভুল। ওরা কখনওই তা ছিল না। রাহুল আরএসএসকে বুঝতে ভুল করেছেন। ঠিক যেমন অন্য পশ্চিমী দেশও করে। সাভারকার হিন্দুত্ব নিয়ে ধারাক্রমে প্রথম যিনি লিখেছিলেন তিনি সাভারকার। অথচ তিনি নাস্তিক ছিলেন। আমি আরএসএসের অনেকের সঙ্গেই কথা বলেছি যাঁরা আসলে নাস্তিক। অথবা বড়জোর অজ্ঞেয়বাদী। ধর্ম ওদের কাছে খুব বড় বিষয় তখনও ছিল না, এখনও নয়।”

[আরও পড়ুন: ফোর্বসের ধনকুবেরের তালিকায় প্রথমবার জায়গা পেলেন তিন নারী, একনজরে দেখে নিন পরিচয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ