Advertisement
Advertisement

Breaking News

‘প্রয়োজনে পরমাণু নীতি পালটাতেও পারে ভারত’, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

মোদি সরকারকে দুর্বল ভাবলে সমস্যা হবে, ইঙ্গিত প্রতিরক্ষা মন্ত্রীর৷

‘What happens in future depends on the circumstances’, Rajnath twitted
Published by: Tanujit Das
  • Posted:August 16, 2019 4:41 pm
  • Updated:August 16, 2019 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক পোখরানে দাঁড়িয়ে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে এবার পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ সাফ জানালেন, ‘‘প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী ভারত৷ কিন্তু ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করছে৷’’ অর্থাৎ, প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট, ভারতের ‘নো ফার্স্ট ইউজ পলিসি’কে যেন নয়াদিল্লির দুর্বলতা না ভাবে ইসলামাবাদ৷ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তে বদলেরও সাহস দেখাতে পারে মোদি সরকার ২.০৷

[ আরও পড়ুন: গোমাংস ভক্ষণের পোস্ট করে বিতর্কে জড়ালেন মহিলা গবেষক ]

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রথম প্রয়াণ বার্ষিকীতে শুক্রবার সকালেই টুইট করে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান রাজনাথ সিং৷ টুইটে তিনি লেখেন, ‘‘পোখরান হল সেই এলাকা, যেখান থেকে অটলজি ভারতকে পারমাণবিক শক্তিধর দেশগুলির তালিকায় পৌঁছে দিয়েছিলেন এবং নয়াদিল্লির ‘নো ফার্স্ট ইউজ’ রণনীতির সূত্রপাত হয়েছিল৷ যে রণনীতি ভারত আজও মান্য করে চলেছে৷ তবে ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করছে৷’’ কেবল টুইটেই নয়, সংবাদসংস্থা এএনআইকেও একই বক্তব্য জানান প্রতিরক্ষা মন্ত্রী৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর, আন্তর্জাতিক মহলে ও সীমান্তের ওপাড়ে পাকিস্তান যেভাবে ভারতবিরোধী ষড়যন্ত্র করে চলেছে, সেই পরিস্থিতিতে রাজনাথের মন্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ তাঁর মন্তব্য যে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েই পেশ করা হয়েছে, তা মেনেও নিচ্ছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

[ আরও পড়ুন: লাইফ সাপোর্ট সিস্টেমে অরুণ জেটলি, হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি ]

শুক্রবার সকালে ‘সদৈবঃ অটল’ মেমোরিয়ালে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজির পালিত কন্যা নমিতা কউল ভট্টাচার্য এবং নাতনি নীহারিকা। সকালে টুইট করে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেশের মানুষকে অটলবিহারী বাজপেয়ীর আদর্শকে অনুসরণ করার পরামর্শ দেন তিনি।দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছর ১৬ আগস্ট দিল্লির এইমসে প্রয়াত হন অটলবিহারী বাজপেয়ী৷ এরপর থেকেই তাঁর জন্মদিন ২৫ ডিসেম্বরকে সুশাসন দিবস হিসেবে পালন করতে শুরু করেছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ