Advertisement
Advertisement

Breaking News

NPR

কী এই NPR? জানেন, কোন কোন তথ্য লাগবে এর জন্য?

সেনসাস ও NPR কি এক জিনিস? জানুন এই প্রতিবেদনে।

What is National Population Register or NPR, Know the Facts
Published by: Subhamay Mandal
  • Posted:December 25, 2019 4:44 pm
  • Updated:December 25, 2019 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই দেশজুড়ে জাতীয় জনসংখ্যাপঞ্জির (NPR) জন্য সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্র গোটা প্রক্রিয়ার জন্য ৮৭৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে। ওইদিন সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছেন, NPR-এর সঙ্গে NRC’র কোনও সম্পর্ক নেই। যদিও বিরোধীদের দাবি, NPR হল NRC’র প্রথম ধাপ। দেশবাসীকে ভুল বোঝাচ্ছেন অমিত শাহ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও কেরল সরকার রাজ্যে NPR-এর কাজ বন্ধ করে দিয়েছে। এখন বিষয় হল কী এই NPR? কীভাবে হয় গোটা প্রক্রিয়া? জানুন এই প্রতিবেদনে।

NPR হল দেশের জনগণনা পদ্ধতি। গ্রাম থেকে শুরু করে শহর, মহকুমা, জেলা ও জাতীয় স্তরে নাগরিকদের তথ্য দিয়ে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও ২০০৩ সালের নাগরিকত্ব অধিনিয়ম অনুযায়ী জনসংখ্যাপঞ্জি তৈরি করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। কোনও নাগরিক কোনও এলাকায় ছয় মাস আগে থেকে বা ছয় মাস পরেও বসবাস করলে তাঁর তথ্য এই প্রক্রিয়ার অধীনে নথিবদ্ধ করা হয়। রেজিস্ট্রার জেনারেল বা ভারতের সেনসাস কমিশনারের তত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন’, NRC নিয়ে ঢোক গিললেন অমিত শাহ]

এবার আসা যাক কী কী নথি প্রয়োজন এই NPR-এর জন্য-

Advertisement

১. নাম
২. গৃহকর্তার সঙ্গে সম্পর্ক
৩. পিতার নাম
৪. মাতার নাম
৫. স্ত্রী বা স্বামীর নাম (বিবাহিতদের ক্ষেত্রে)
৬. লিঙ্গ
৭. জন্ম তারিখ
৮. বৈবাহিক স্থিতি
৯. জন্মস্থান
১০. নাগরিকত্ব
১১. বর্তমান ঠিকানা
১২. বর্তমান ঠিকানায় কতদিন রয়েছেন
১৩. স্থায়ী ঠিকানা
১৪. জীবিকা
১৫. শিক্ষাগত যোগ্যতা

কী কী নথি লাগবে? স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, NPR-এর জন্য কোনও নথির প্রয়োজন নেই। কোনও ব্যক্তি যা যা তথ্য দেবেন তার ভিত্তিতেই তৈরি হবে NPR। কোনও নথি বা বায়োমেট্রিকের প্রয়োজন হবে না। জানা গিয়েছে, ২০২০ সালের এপ্রিল মাস থেকে দেশজুড়ে শুরু হবে NPR-এর কাজ। যেহেতু অসমে আগেই NRC হয়েছে তাই সেই রাজ্যে NPR হবে না। চলতি বছর আগস্ট মাসেই NPR-এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র।

[আরও পড়ুন: NPR হল NRC’র প্রথম ধাপ! সতর্ক করলেন ওয়েইসি]

এবার প্রশ্ন হল NPR কি সেনসাস বা আদম শুমারির থেকে আলাদা? উত্তর হল অবশ্যই, হ্যাঁ। দুটি প্রক্রিয়াই একসঙ্গে চলবে। দুটির ডেটাবেসও আলাদা। একদশক পরপর যে সেনসাস হয় তাতে দেশের বিভিন্ন বৈচিত্রের মানুষের বৈশিষ্ট্য সম্বলিত থাকে। কিন্তু NPR-এর ক্ষেত্রে প্রাধান্য পায় জনবিন্যাস সংক্রান্ত তথ্য। এবার প্রশ্ন হল NPR-এর সঙ্গে NRC’র তফাৎ কী? NPR হল ভারতে বসবাসকারী মানুষের ডেটাবেস আর NRC হল শুধু ভারতীয় নাগরিকদের পঞ্জি। NRC’র জন্য ভারতীয় নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন। যা দাখিল করতে না পারলে ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। আর NPR-এর জন্য কোনও নাগরিকত্বের প্রমাণ দেখানোর প্রয়োজন নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ