সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিল্লিতে যারা অশান্তি লাগিয়ে ছিল তারা যতই লুকিয়ে থাকুক। আমরা তাদের নরকের ভিতর থেকেও খুঁজে বের করে আনব। আইনের সামনে তাদের হাজির করা হবেই।’ বৃহস্পতিবার রাজ্যসভায় দিল্লির অশান্তি (Delhi Violence) নিয়ে আলোচনা করতে গিয়ে এই হুমকিই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের ৪০টির বেশি দল শনাক্ত হওয়া অশান্তি সৃষ্টিকারীদের গ্রেপ্তার করার জন্য ঘুরছে বলেও উল্লেখ করেন তিনি। এর জন্য ফেস আইডেন্টিফিকেশন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানান। এবং এর জন্য শুধু ড্রাইভিং লাইসেন্স ও ভোটার কার্ড ব্যবহার করে হচ্ছেই বলে দাবি করেন।
Union Home Minister Amit Shah in Rajya Sabha: The culprits, they may be of any religion, caste or party, they will not be spared. They will be brought before the law. #DelhiViolence pic.twitter.com/cyZsosdoaB
— ANI (@ANI) March 12, 2020
বিরোধীদের দাবি মেনে আজ রাজ্যসভায় দিল্লির অশান্তি নিয়ে আলোচনা চলছিল। সেই সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, অপরাধীরা কোনও ভাবে ছাড় পাবে না। দেশের জনগণকে এই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে যারা অশান্তি সৃষ্টির জন্য উসকে ছিল, তাদের ধর্ম বা দল দেখা হবে না। কোনও মতেই ছাড় পাবে না তারা। বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি আমরা। ইতিমধ্যেই দিল্লির অশান্তি যে পূর্বপরিকল্পিত ছিল তার প্রমাণ পেয়েছি আমরা। আর এই অশান্তির ছড়ানোর জন্য দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর অর্থ সাহায্য এসেছে। আমি কোনও সংস্থার নাম নিতে চাই না। তবে গত ২৪ তারিখ, আমরা জানতে পেরেছি যে ওই টাকা ভারতের বিভিন্ন জায়গা ও বিদেশ থেকে আনার পর দিল্লিতে ছড়ানো হয়েছিল। এর ফলেই অশান্তি হয়। এই বিষয়ের তদন্ত জন্য দিল্লির উপ-রাজ্যপালকে একজন বিচারক নিয়োগ করার কথা বলা হয়েছে। যাতে মানুষের বিশ্বাস হয় যে দ্রুত তদন্ত শেষ করার জন্য সবরকমের পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার।
[আরও পড়ুন: ‘রাজনৈতিক ভবিষ্যতের জন্যই আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন সিন্ধিয়া’, তোপ রাহুলের ]
এরপরই কারও নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘দিল্লির অশান্তির জন্য মানুষ আমার, দলের বা আর্দশের দিকে আঙুল তুলছেন না। কারণ তাঁরা জানেন যে কংগ্রেসের আমলেই ৭৬ শতাংশ দাঙ্গা হয়েছিল। ১৯৬৭, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩ ও ১৯৮৫ সালে যখন দাঙ্গা হয়েছিল তখন বিজেপি ক্ষমতায় ছিল না। ১৯৮৯ সালে দিল্লিতে, ১৯৯০ সালে হায়দরাবাদে ও আলিগড়ে। ৯২ সালে কানপুরে ও ভোপালে আর ৯৩ সালে মুম্বই দাঙ্গার সময়েও আমরা ছিলাম না। শুধুমাত্র ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ই আমরা ক্ষমতায় ছিলাম। দাঙ্গার ফলে ৭৬ শতাংশ মৃত্যুর ঘটনা কংগ্রেসের আমলেই ঘটেছে।’
[আরও পড়ুন: করোনা আতঙ্কে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ নিষেধ, ৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ স্কুল-সিনেমা হলও]
দিল্লির অশান্তি নিয়ে আলোচনার সময় আজ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার(NPR) প্রসঙ্গেও মুখ খোলেন অমিত শাহ। সবাইকে আশ্বস্ত করেন বলেন, ‘NPR-এর জন্য কাউকে কোনও কাগজপত্র জমা দিতে হবে না। পাশাপাশি এর মাধ্যমে কাউকে সন্দেহজনক বা ‘D(doubtful)’ ভোটারও ঘোষণা করা হবে না। আপনাদের কাছে যা তথ্য আছে তা দেবেন আর বাকি অংশ ফাঁকা রাখলেও হবে।’