Advertisement
Advertisement
Hanuman idol

দেহসৌষ্ঠব প্রতিযোগিতা আয়োজন বিজেপির, হনুমান মূর্তির সামনে স্বল্পবাসেই অংশগ্রহণ মেয়েদের

'হিন্দু ধর্মের অপমান' অভিযোগ কংগ্রেসের।

Women body building competition in front of Hanuman idol erupts controversy | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 7, 2023 1:44 pm
  • Updated:March 7, 2023 1:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হনুমানের মূর্তির সামনে এসে দেহসৌষ্ঠব দেখাচ্ছেন স্বল্পবসনারা- এই ঘটনাকে হিন্দুধর্মের তীব্র অপমান বলে দাবি করল কংগ্রেস। দেহসৌষ্ঠবের প্রতিযোগিতাটি আয়োজন করেছিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি নেতারা। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে গোটা জায়গাটিতে গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করেন কংগ্রেস (Congress) নেতারা। গোটা বিষয়টির পর অবশ্য গেরুয়া শিবিরের তরফে পালটা দিয়ে গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছে, আসলে মেয়েদের খেলাধুলার বিরোধিতা করছে কংগ্রেস। 

জানা গিয়েছে, গত ৫ মার্চ মধ্যপ্রদেশের রাতলাম এলাকায় মহিলাদের দেহসৌষ্ঠবের প্রতিযোগিতা আয়োজন করেন বিজেপি (BJP) মেয়র প্রহ্লাদ পটেল। তাঁর সহযোগী ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপও। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে প্রতিযোগিতার বেশ কয়েকটি ভিডিও। সেখানেই দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে ভগবান হনুমানের একটি মূর্তি রাখা হয়েছে। তার সামনেই পারফর্ম করছেন প্রতিযোগীরা। 

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের]

এই বিষয়টিকে ‘হিন্দুধর্মের অপমান’ হিসাবে আখ্যা দিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের তরফে একাধিক নেতা দাবি করেন, “ইতিহাসে কখনও হিন্দু ধর্ম ও ভগবান হনুমানকে এইভাবে অপমান করা হয়নি। হনুমানের মূর্তির সামনে এহেন নগ্নতা মেনে নেওয়া যায় না। বিজেপি এমন রাক্ষসের মতো ব্যবহার করছে, যারা ভগবানের কাছে বর পেয়ে ভগবানের বিরুদ্ধেই বিদ্রোহ করে।” আরও জানা গিয়েছে, প্রতিযোগিতা শেষে গঙ্গাজল ছিটিয়ে, হনুমান চালিসা পড়ে জায়গাটি শুদ্ধ করেছে কংগ্রেস।

Advertisement

এহেন অভিযোগের পরে পালটা দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র হিতেশ বাজপেয়ী বলেছেন, আসলে মেয়েদের খেলাধুলার বিরোধিতা করছে কংগ্রেস। খেলার দুনিয়ায় মেয়েরা উন্নতি করুক, সেটা চায় না তারা। এমনকি, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি। 

[আরও পড়ুন: আদানির পাশেই অস্ট্রেলিয়া, হিন্ডেনবার্গ রিপোর্টেও অটল আলবানিজ সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ