Advertisement
Advertisement

Breaking News

রামদেব

মোদিকে রুখতে টাকা ঢালছে একাধিক মুসলিম এবং খ্রিস্টান দেশ, বিস্ফোরক রামদেব

দেশবিরোধী শক্তিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোদিকে হারাতে, দাবি যোগগুরুর।

Yogaguru Ramdev bats for Narendra Modi to be PM again

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2019 3:40 pm
  • Updated:April 18, 2019 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতায় আসা থেকে রুখতে কোটি কোটি টাকা ঢালছে বিশ্বের তাবড় তাবড় মুসলিম এবং খ্রিস্টান দেশ। বিস্ফোরক অভিযোগ যোগগুরু রামদেবের। যোগগুরুর দাবি, মোদিকে সরাতে দেশের ভিতরের এবং বাইরের দেশদ্রোহী শক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

[আরও পড়ুন: নির্বিঘ্নেই শুরু বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম]

যোগগুরু রামদেব একজন ঘোষিত মোদি সমর্থক। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রকাশ্যে প্রচার করেছিলেন। তবে, এবারের ভোটের বছরখানেক আগে যোগগুরু একবার ঘোষণা করেন লোকসভায় কোনও দলকেই সমর্থন করবেন না তিনি। নিন্দুকেরা অভিযোগ করেন, মোদি জমানায় রামদেবের ব্যবসা যেভাবে ফুলে ফেঁপে উঠছে তাতে তিনি ২০১৯-এ মোদিকে সমর্থন করবেন তাতে কোনও সংশয় ছিল না। প্রত্যাশামতো এবারেও বিজেপি তথা মোদির সমর্থনে সুর চড়িয়েছেন যোগগুরু। একাধিক জনসভাতে মোদির হয়ে সমর্থন প্রার্থনা করতেও শোনা গিয়েছে যোগগুরুকে।

Advertisement

বুধবার এমনই এক সভায় রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন তিনি। সেখানে স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে রামদেব বলেন, “ভারতের এবারের নির্বাচনের উপর নজর রয়েছে গোটা বিশ্বের। ভারত এবং ভারতের বাইরের বহু দেশদ্রোহী শক্তি এই ভোটকে কড়া নজরে রাখছে। মোদিকে আটকাতে বাইরে থেকে হাজার হাজার কোটি টাকা ঢালছে মুসলিম এবং খ্রিস্টান দেশগুলি।”

Advertisement

[আরও পড়ুন: মহিলাদের হেনস্তাকারীদের তোল্লাই দিচ্ছে কংগ্রেস, ক্ষোভ উগরে দিলেন দলেরই নেত্রী]

রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও শোনা যায় রামদেবের মুখে। তাঁর প্রশ্ন, “আমাকে বলতে পারেন মোদি কোন কাজটা ভুল করেছে? মোদির সমস্ত ইচ্ছা, চেষ্টা সব এই দেশের মঙ্গল কামনায়। যার নিজের পরিবার নেই, যে দেশের সেবাকেই নিজের পাথেয় করেছেন, যে নেতা জাতীয়তাবাদকে নিজের ধর্ম নে করে, সেই নেতার বিরুদ্ধে এত কটাক্ষ কেন?” ভোটারদের উদ্দেশে যোগগুরুর আবেদন, “আমাদের মোদিকে আরও শক্তিশালী করতে হবে। মোদির হাতেই দেশ সুরক্ষিত, মেয়েরা সুরক্ষিত, মোদির হাতে কৃষকরাও সুরক্ষিত।” বিরোধীদের পালটা অভিযোগ, ভোট চাওয়ার নামে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছেন রামদেব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ