BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

এগিয়ে আসছে আইপিএল, চিপকের চেয়ার রং করছেন ধোনি

Published by: Krishanu Mazumder |    Posted: March 27, 2023 9:21 pm|    Updated: March 27, 2023 9:21 pm

The official page of CSK shared a video of Dhoni । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে আইপিএল (IPL)। তার আগে দারুণ মেজাজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নেটে ব্যাটিং অনুশীলন করছেন। বল করছেন। তার উপরে চিপকের গ্যালারিতে উঠে চেয়ারে রং করছেন দর্শকদের জন্য।

চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনির হাতে হলুদ এবং নীল স্প্রে। সেই স্প্রে হাতে নিয়ে গ্যালারিতে উঠে হাসি মুখে চেয়ার রং করতে লেগে পড়েছেন ধোনি।

এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিমেষের মধ্যে প্রায় ২ লক্ষ ভিউ হয়। পনেরো হাজারেরও বেশি লাইক পড়ে। কমেন্টের ঝড় ওঠে। 

[আরও পড়ুন: ঘোষিত নাইটদের অধিনায়কের নাম, শ্রেয়সের অনুপস্থিতিতে কে পেলেন দায়িত্ব?]

ভক্তরা ধোনির প্রশংসায় পঞ্চমুখ। ধোনি যে মাটির মানুষ তার পরিচয় পাওয়া যায় ভিডিওটিতে। 

 

এক ভক্ত বলেন, ”যে দর্শকরা এই আসনে বসবেন তাঁরা সত্যিই ভাগ্যবান।” ধোনিই যে রং করে দিয়েছেন সেই সব সিটগুলো। আরেক ভক্ত লিখেছেন, ‘মানুষটা সরল।’

৩১ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। টুর্নামেন্ট শেষ হবে ২১ মে। প্রথম ম্যাচে মুখোমুখি সিএসকে ও গুজরাট টাইটান্স। 

[আরও পড়ুন: ‘বাঙালি ও পাঠানরা বিশ্বজয় করতে পারে, ওদের রক্তের তেজ এমনই’, বলছেন শোয়েব]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে