Advertisement
Advertisement

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এক তারকা-সহ ২ BJP বিধায়কের, তুঙ্গে দলবদলের জল্পনা

আরেকজন হেভিওয়েট বিধায়ক।

2 BJP MLA meet with TMC's Abhishek Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2023 7:20 pm
  • Updated:January 10, 2023 8:13 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দুই বিজেপি বিধায়ক। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের। এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল পরিবারের সদস্য হবেন এই দুই বিধায়ক।

বিষয়টা ঠিক কী? সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি কামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান দুই বিজেপি বিধায়ক। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। মনে করা হচ্ছে, দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা। শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দিলে কোন দায়িত্ব মিলবে, তা নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ বিজেপিতে একটা বড় ধাক্কা যে অনিবার্য, এমনটাই মোটের উপর স্পষ্ট। কিন্তু এই দুই বিধায়ক কে কে, তা তিনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। উঠে আসছে একাধিক নাম। ওয়াকিবহল মহলের ধারণা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেবেন এই দুই বিজেপি বিধায়ক। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে স্পষ্টভাবে এখনও কোনও তথ্য মেলেনি। 

Advertisement

[আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এক তারকা-সহ ২ BJP বিধায়কের, তুঙ্গে দলবদলের জল্পনা]

প্রসঙ্গত, বিজেপি ক্রমাগত দলকে চাঙা করার চেষ্টা করলেও দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে চলে এসেছে। দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বহুবার বলেছেন, তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। পরবর্তীতে তৃণমূলে ফিরেছেন বাবুল সুপ্রিয়র মতো প্রথম সারির বিজেপি নেতারা। সম্প্রতি কাঁথির সভা থেকে অভিষেক বলেছিলেন, “আমি দরজা খুললে  তো দলটা (বিজেপি) উঠে যাবে। শুধু আপনাদের ভাবাবেগের কথা ভেবে দরজা খুলছি না। কী বলেন, দরজা খুলব?” উপস্থিত দর্শকরা দ্বিধাবিভক্ত ছিলেন। সদার্থক উত্তরের পাল্লা ভারি থাকায় তৃণমূলের সেনাপতি বলেছিলেন, “তাহলে ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দিই।” তবে ডিসেম্বরে বড়সড় যোগদান হয়নি। তবে অভিষেক-বিজেপি বিধায়কদের সাক্ষাতে মোটের উপর স্পষ্ট, নতুন বছরেই বাংলায় ফের ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির। 

Advertisement

[আরও পড়ুন: কুণালকে ‘এলিতেলি’ বলে কটাক্ষ মিঠুনের, পালটা ‘মহাগুরু’র গোপন কথা ফাঁস তৃণমূল মুখপাত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ