সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাতের শহরে অগ্নিকাণ্ড। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সল্টলেকের ১৩ নম্বর ট্যাংকের কাছে বিএসএনএলের সার্ভার রুমে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে দমকলের ৬ ইঞ্জিন।
[আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরও খোঁজ নেই রোগীর, আর জি কর হাসপাতালের ভূমিকায় বাড়ছে ক্ষোভ]
জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সল্টলেকের ১৩ নম্বর ট্যাংকের কাছে বিএসএনএলের সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে হতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি আয়ত্তে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬ টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা সম্ভব নয়, বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের সময় বিএসএনএলের সার্ভার রুমের ভিতর কারা ছিলেন, কেউ আটকে পড়েছেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।