Advertisement
Advertisement

Breaking News

Howrah

ফের শহরে টাকার পাহাড়! হাওড়া স্টেশন থেকে নগদ ৫০ লক্ষ টাকা-সহ গ্রেপ্তার যুবক

কী কারণে ওই টাকা এনেছিল ওই যুবক?

A youth arrested from howrah with cash 50 lacks rupees | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 12, 2023 8:23 pm
  • Updated:March 12, 2023 8:24 pm

সুব্রত বিশ্বাস: ফের শহরে উদ্ধার টাকার পাহাড়। এবার হাওড়া (Howrah) থেকে ৫০ লক্ষ টাকা-সহ গ্রেপ্তার যুবক। কী কারণে এত পরিমান নগদ অর্থ এনেছিল ওই যুবক তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রহ্লাদ রাম। শনিবার দুপুরে ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দীতে হাওড়া স্টেশনে নামে ওই যুবক। তার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল আরপিএফের। ফলে তারা ওই যুবককে নজরে রাখছিল। পরবর্তীতে তাকে আটক করে জেরা করা হয়। তাতেই বক্তব্যে অসংগতি মেলে। এরপরই যুবকের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, জেলমুক্তির পর নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে হুঙ্কার নওশাদের

এই টাকা কীসের? তদন্তকারীদের কাছে প্রহ্লাদ দাবি করেছে, বাংলাদেশ থেকে সুপারি আমদানি-রপ্তানি করে সে। সেই ব্যবসার টাকা নিয়েই কলকাতা এসেছিল। যদিও কোনও প্রমাণ দিতে পারেনি। সেই কারণেই ধৃত প্রহ্লাদকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফের সিআইবি আধিকারিকরা। আগামিকাল তাকে তোলা হবে আদালতে। প্রসঙ্গত, এই প্রথম নয়, গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে নগদ প্রচুর টাকা। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। 

[আরও পড়ুন: দোলের অনুষ্ঠানে উড়ল টাকা, নর্তকীর সঙ্গে নাচ তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের! ভাইরাল ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ