Advertisement
Advertisement

Breaking News

Accident

নিউটাউনের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, পর পর গাড়িতে ধাক্কা দ্রুতগামী চারচাকার

তীব্র যানজট নিউটাউনের রাস্তায়।

Accident at New Town causes Traffic Jam | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 5, 2023 11:54 am
  • Updated:October 5, 2023 11:57 am

দিশা আলম, বিধাননগর: নিউটাউনের (New Town) বিশ্ব বাংলা সরণিতে ফের দুর্ঘটনা। পরপর একাধিক গাড়িতে ধাক্কা মারল দ্রুতগামী চারচাকা। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়েছে নিউটাউন বাসস্ট্যান্ড থেকে সেক্টর ফাইভগামী রাস্তায়। উল্লেখ্য, এই রাস্তায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিউটাউন থেকে সেক্টর ফাইভের দিকে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি প্রথমে একটি অ্যাপ ক্যাবের পিছনে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনে থাকা আরও একটি গাড়িতে ধাক্কা মারে অ্যাপ ক্যাবটি। এই দুর্ঘটনার জেরে বিশ্ব বাংলা সরণি নিউ টাউন থেকে সেক্টর ফাইভগামী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

[আরও পড়ুন: ডেঙ্গু, ম্যালেরিয়ার মাঝে বঙ্গে থাবা কালাজ্বরের, প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অ্যাপ ক্যাব গাড়ির চালকদের দাবি,’ঘাতক’ গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ওই গাড়ির চালককে আটক করার পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে ট্রাফিক গার্ডের পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, নিউটাউনের রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। বছরের প্রথম দিন, রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে বিশ্ববিদ্যালয়ের (Alia University) ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে। তাঁর মৃত্যু হয়। সেই রেশ কাটার আগেই ফের রাতের নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। এবার সকালের ব্য়স্ত রাস্তায় ফের দুর্ঘটনা ঘটল। 

[আরও পড়ুন: পদক্ষেপ করতে হবে রাজ্যপালকে, আজ থেকেই রাজভবনের সামনে লাগাতার ধরনায় তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ