Advertisement
Advertisement

উনিশের লক্ষ্যে দিল্লিতে বৈঠকে বসবেন সনিয়া ও মমতা

২১ নভেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Mamata-Sonia meet in Delhi
Published by: Kumaresh Halder
  • Posted:November 15, 2018 12:10 pm
  • Updated:November 15, 2018 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে লোকসভা নির্বাচন৷ তুঙ্গে নির্বাচনী প্রস্তুতি৷ বিজেপি পর্যুদস্ত করতে এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস৷ বিজেপিকে হটাতে কোমর বেঁধেছে তৃণমূল৷ নির্বাচনের আগে বিজেপিকে ব্যাকফুটে ঠেলতে ফের দু’দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী জোটের পাল শক্ত হাতে ধরতে আগামী ২১ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রয়েছে ঠাসা কর্মসূচি৷ দু’দিনের কর্মসূচিতে ইউপিএ চেয়ারপারসন সনিয়া গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ ডিসেম্বর নবান্নে সাক্ষাতের আগেই ২২ নভেম্বর চন্দ্রবাবু নায়ডুর সঙ্গেও দেখা হওয়ার কথা ৷ 

[দুধের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ মা-দিদার]

২০১৯-এর নির্বাচনে বিজেপিকে হারাতে কী হবে বিরোধীদের অবস্থান? মূলত, তার নীল নকশা খুঁজতে বৈঠক করবেন জাতীয় রাজনীতির অন্যতম দুই মুখ৷ উঠে আসতে পারে জোটের প্রস্তাব৷ বিরোধীদের এক ছাতার নিচে এনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে, কংগ্রেসের জোটের প্রস্তাবে এখনও তৃণমূলের তরফে কোনও সবুজ সংকেত দেওয়া হবে কি না, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে৷ তবে, তৃণমূল ও কংগ্রেসের জোট হোক কিংবা না হোক, তা যে বিজেপি বিরোধিতায় কোনও ভাবেই বাধা হবে না বলেই মত পর্যবেক্ষকদের একাংশ৷ কেননা, ২০১৯-এর ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর কৌশল নিয়েছে তৃণমূল৷ কংগ্রেসের তরফেও চলছে লাগাতার বিজেপি বিরোধিতা৷ মনে করা হচ্ছে, ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ মঞ্চে হাজির থাকার জন্য সনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[কেউ ওষুধ না খেলে সরকার নিরুপায়, শবরদের মৃত্যুতে প্রতিক্রিয়া মমতার]

Advertisement

এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতস্তরে সম্পর্ক রয়েছে সনিয়া গান্ধীর৷ যখন, যে কোনও প্রয়োজনে সনিয়ার আমন্ত্রণে একবাক্যে দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় কাজে যতবারই মুখ্যমন্ত্রী রাজধানী সফরে গিয়েছেন, ততবারই সনিয়ার সঙ্গে দেখা না করে ফিরেছেন এমনটা কখনওই হয়নি৷ ফলে, এবারও ২১ নভেম্বর ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর আমন্ত্রণে রাজধানীতে গিয়ে বিরোধী জোটের পাল শক্ত হাতে ধরতে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ক্লাবগুলি ভূমিকা নিক, আবেদন মুখ্যমন্ত্রীর]

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে মহাজোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরোধী নেতারা৷ প্রথম থেকেই যাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু৷ মনে করা হচ্ছে, দক্ষিণ ভারতে চন্দ্রবাবু নায়ড়ু ও পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায়িত্ব চাপিয়ে ২০১৯-এর রণকৌশল চূড়ান্ত করতে চাইছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ