Advertisement
Advertisement

Breaking News

Bagbazar Sarbojanin

Durga Puja 2022: মিটল জটিলতা, পুরনো কমিটির কাঁধেই বাগবাজার সার্বজনীনের পুজোর দায়িত্ব

নতুন কমিটি গঠন নিয়ে অশান্তির ফলে পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

Bagbazar Sarbojanin to arrange a meeting today । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 1, 2022 10:48 am
  • Updated:September 1, 2022 10:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ বছর অডিট নেই। নতুন কমিটি গঠনের ভোটাভুটির দিনই ছিঁড়ে ফেলা হয় ব্যালট পেপার। অশান্তি মেটাতে থানা পুলিশও হয়। হাজারও অশান্তির পর অবশেষে স্বস্তি। নতুন কমিটি তৈরি করে যে আর পুজো করার মতো সময় নেই, তা বুঝতে পেরেছেন সকলেই। তাই পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত বাগবাজার সার্বজনীনের। বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষ হওয়ার পর বৈঠকে বসতে চলছেন পুজো কমিটির সদস্যরা।

এবার আর বিবাদ নয়। গতবারের কমিটিকে পুজো করার দায়িত্ব দেওয়া হবে। খুঁটিপুজোর দিনক্ষণও স্থির হবে ওই বৈঠকে, জানান বাগবাজার সার্বজনীনের প্রাক্তন সম্পাদক গৌতম নিয়োগী। বুধবার গণেশ পুজোর দিনই একথা জানান তিনি। কমিটি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ঠিকই। তবে সেই অসন্তোষের জেরে নিষ্ঠায় কোনও ছেদ পড়বে না বলেই জানান গৌতমবাবু।

Advertisement

Bagbazar

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাপক ভোট হবে’, জেলে থেকেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে আশাবাদী অনুব্রত]

শতবর্ষ প্রাচীন বাগবাজার সার্বজনীনের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। ১৯৩২ সালে সোসাইটি অ্যাক্টে নথিভুক্ত করা হয়েছিল বাগবাজারের পুজো। ১৯৯৬, ২০০৪, ২০০৬, ২০১০ সালে নির্বাচন হয়। ১২ বছর পর গত রবিবার বাগবাজারের কমিটি গঠনের জন্য নির্বাচন হয়। সেই ভোটাভুটিকে কেন্দ্র করেই তুমুল অশান্তি তৈরি হয়। ছেঁড়া হয় ব্যালট পেপার।

এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন বাগবাজার সার্বজনীনের প্রাক্তন সম্পাদক গৌতম নিয়োগী। অশান্তির জেরে পুজোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে গণেশ পুজোর দিনই কেটেছে জট। সামনেই দুর্গাপুজো। তাই এই মুহূর্তে নতুন কমিটি গঠন করে পুজো করা কার্যত অসম্ভব। যাতে সেই সমস্যা না হয় তাই পুরনো কমিটির উপরেই ভরসা রাখছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষে বৈঠক হবে। ওই বৈঠকে খুঁটিপুজোর দিনক্ষণ-সহ পুজো সংক্রান্ত আরও নানা বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। ওই বৈঠকে কী হয়, সেদিকেই তাকিয়ে পুজোপ্রেমীরা।

[আরও পড়ুন: শচীনের মিষ্টি প্রেম, হুগলির ফেলু মোদকের মিষ্টিতেই গণেশ পুজো সারলেন মাস্টার ব্লাস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ