Advertisement
Advertisement

Breaking News

করোনা

করোনার তথ্য গোপনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ দিলীপ-মুকুল

সেন্ট্রাল এক্সপার্ট মনিটরিং কমিটি গঠনের প্রস্তাবও দেন বিজেপি নেতারা।

BJP leaders meets Governor Jagdeep Dhankhar over Coronavirus
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2020 2:38 pm
  • Updated:April 11, 2020 2:38 pm

রূপায়ন গঙ্গোপাধ্যায়: করোনা পরিস্থিতি নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। ফের তথ্য গোপনের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। ত্রাণ বিলি-সহ একাধিক সমস্যা রাজ্যপালের সামনে তুলে ধরলেন তাঁরা।

দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলছিলেন বিজেপি নেতারা। বারবার তথ্য গোপনের অভিযোগও করছিলেন তাঁরা। “মৃতের সংখ্যা কমিয়ে বলছেন মুখ্যমন্ত্রী”, একাধিবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। একই অভিযোগ তুলে শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করতে রাজভবনে হাজির হলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্যরা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন তাঁরা। বলেন, “করোনায় মৃত্যুর ঘটনাকে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউমোনিয়া বা ডায়বেটিস বলে চালানো হচ্ছে। আসল মৃতের সংখ্যা অনেক বেশি। তা গোপন রাখা হচ্ছে।” উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাওড়া হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথাও রাজ্যপালের সামনে তুলে ধরেন তাঁরা। রাজ্যের কোথায় কোথায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে, সেই বিষয়েও কোনও তথ্য নেই বলেই দাবি বিজেপি নেতাদের।পাশাপাশি, কোয়ারেন্টাইন সেন্টার থেকে রোগী উধাওয়ের ঘটনাতেও রাজ্য সরকারকেই দুষলেন দিলীপ-মুকুলরা।

Advertisement

JAGDEEP 2

Advertisement

[আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে চিহ্নিত বাংলার হটস্পট, জায়গাগুলি সিল করার প্রস্তুতি নবান্নে]

তাঁদের অভিযোগ, করোনা মোকাবিলার ক্ষেত্রেও রাজনৈতিক রং দেখছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই ত্রাণ বিলির ক্ষেত্রেও বিজেপির নেতা কর্মীদের প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই সংকটকালে রেশন নিয়ে কালোবাজারির অভিযোগও করেন তাঁরা। পাশাপাশি, করোনা মোকাবিলায় জেলা প্রশাসন কেন এখনও কোনও উদ্যোগ নিল না, সেই প্রশ্নও তোলেন বিজেপি নেতারা। এছাড়াও নিজামুদ্দিন কাণ্ড  নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তাঁরা।প্রস্তাব দেন সেন্ট্রাল এক্সপার্ট মনিটরিং কমিটি গঠনের। 

[আরও পড়ুন: ‘মমতার কথা শুনবেন না, ঘরে থাকুন’, ফুলের বাজারে ভিড়ের ভিডিও টুইট করে আরজি বাবুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ