Advertisement
Advertisement
বিদ্যাসাগরের মূর্তি

হায় ঈশ্বর! মূর্তি বসাতে পরীক্ষা পিছোল বিদ্যাসাগর কলেজে

আগামী ১১ জুন কলেজে বিদ্যাসাগরের মূর্তি বসাবে রাজ্য সরকার৷

Bust politics, Vidyasagar college postpones exams
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2019 12:28 pm
  • Updated:June 8, 2019 1:00 pm

দীপঙ্কর মণ্ডল: নির্বাচনী আবহে বিদ্যাসাগর কলেজে ভেঙে গিয়েছিল সমাজের ধারক-বাহকের মূর্তি৷ আগামী ১১ জুন কলেজে বিদ্যাসাগরের মূর্তি বসাবে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে কলেজের বায়ো-কেমিস্ট্রি পরীক্ষা৷

[ আরও পড়ুন: একের পর এক হুমকি ফোন, কলকাতায় বাতিল ‘বিফ ফেস্টিভ্যাল’]

সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে শহরে ভোটপ্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ গেরুয়া শিবিরের শীর্ষ নেতার প্রচারের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মহানগরী৷ ব্যানার, ফেস্টুন ছেঁড়ার মধ্য দিয়েই অশান্তির সূত্রপাত৷ অভিযোগ, বিজেপি কর্মীসমর্থকরা ভাঙচুর করে নির্বাচন কমিশনের গাড়িও৷ অশান্তি হলেও রোড শো হয়৷ সন্ধের দিকে অমিত শাহের পিছু পিছু দলীয় কর্মী সমর্থকরা পৌঁছান কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর কলেজের কাছে৷ সেখানেই আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷ অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরদের তাণ্ডবের জেরে ভেঙে যায় ওই কলেজের বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি৷ যদিও বিজেপির দাবি, এই ঘটনায় জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ নস্যাৎ করেছেন৷ গেরুয়া শিবিরকেই বারবার দায়ী করেছেন৷

Advertisement

[ আরও পড়ুন: হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম]

মূর্তি ভাঙার ঘটনা নিয়ে অভিযোগ-পালটা অভিযোগের দড়ি টানাটানি এখনও জারি রয়েছে৷ কে মূর্তি বসাবে, তা নিয়েই তৈরি হয়েছিল বাকযুদ্ধ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন কলেজে বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি বসানো হবে৷ কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন নতুন মূর্তি উন্মোচন করবে রাজ্য সরকারই৷ সেই অনুযায়ী আগামী ১১ জুন অর্থাৎ মঙ্গলবার কলেজে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হবে৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জেরে বায়ো কেমিস্ট্রির পরীক্ষার দিনবদল করা হয়েছে৷ ১১ এবং ১২ জুনের পরিবর্তে পরীক্ষা হবে আগামী ১৩ এবং ১৪ জুন৷ বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা বদলের কথা জানানো হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ