Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, বিজেপি-তৃণমূল সংঘর্ষে লেকটাউনে ধুন্ধুমার

'চায়ে পে চর্চা'য় লেকটাউনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।

Clash between TMC-BJP workers in Laketown today
Published by: Sayani Sen
  • Posted:August 30, 2019 8:59 am
  • Updated:August 30, 2019 12:45 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’কে কেন্দ্র করে লেকটাউনে ধুন্ধুমার। শুক্রবার সাতসকালে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের সংঘর্ষে ভাঙল চেয়ার-টেবিল। ছিঁড়ল ব্যানার, ফেস্টুন। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই দুই দলের কর্মীসমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অশান্তির নেপথ্যে তৃণমূল জড়িত বলেই দাবি পদ্মশিবিরের। যদিও ঘাসফুল শিবিরের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া।

[আরও পড়ুন: যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল]

অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও হাঁটতে বেরোন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লেকটাউনে একটি দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা খাওয়ার কথা ছিল তাঁর। ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে ওই এলাকায় জড়ো হন বহু বিজেপি কর্মী, সমর্থক। ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হয়েছিলেন তাঁরা। অভিযোগ, সাতসকালে বেশ কয়েকজন তৃণমূল কর্মী, সমর্থকও ওই এলাকায় জড়ো হন। কিছু না বলে হঠাৎই ব্যানার, ফেস্টুন ছিঁড়তে শুরু করেন তাঁরা। বাধা দিতে যান স্থানীয় বিজেপি কর্মীরা। দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। হাতাহাতিও চলে একপ্রস্থ। ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।বিজেপি-তৃণমূলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। পুলিশের সামনেও দু’পক্ষের হাতাহাতি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ভিড় হঠিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: কিডনির স্বাস্থ্যরক্ষায় নয়া দিশা, ‘ভারতজ্যোতি’ বাঙালি চিকিৎসক]

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই। কোথাও না কোথাও চা খেতে যাই। আজ এখানে এসেছিলাম। তৃণমূল যে আমাকে নিয়ে এত চিন্তিত তা ভেবেই ভাল লাগছে। আমার সামনে চেয়ার, টেবিলে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এর চেয়ে বেশি তৃণমূলের থেকে আশা করিনি।” গেরুয়া শিবিরের তরফ থেকে যাই বলা হোক না কেন লেকটাউনে ধুন্ধমারের প্রসঙ্গে মুখে কুলুপ তৃণমূলের। 
দেখুন ভিডিও:

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ