Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

বিগ বি-কে ‘ভারতরত্ন’ দেওয়া হোক, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি মমতার

'গেরুয়া' সুরে চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন অরিজিৎ সিং।

CM Mamata Banerjee demands 'Bharat Ratna' for Amitabh Bachchan | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2022 7:13 pm
  • Updated:May 11, 2023 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়া উচিৎ চলচ্চিত্র জগতের সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। শুধুমাত্র সিনেমার জগতে তাঁর অবদানের জন্য নয়, সু-নাগরিক হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চে বলিউড-টলিউড তারকাদের সামনে রেখেই এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী।  

বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) সূচনা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঞ্চে ছিলেন বলিউড  তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন। ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী,  শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় বক্তব্য রাখলেন শাহেনশা, বাদশাহরা। দু’জনেরই বক্তব্য, মাঝে কোভিডের (COVID-19) কারণে এই উৎসবে কলকাতায় আসা স্থগিত হয়ে যাওয়ায় তাঁদের মনখারাপ হয়েছিল। এবছর আবার সব আগের মতো হওয়ায় দারুণ আনন্দিত অমিতাভ, শাহরুখ। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রিন্সিপালের সঙ্গে কথা বলব’, মেডিক্যালের জট খোলার ইঙ্গিত স্বাস্থ্যসচিবের]

ভারতীয় সিনেমার দীর্ঘ ইতিহাস সম্পর্কে বক্তব্য রেখেছেন বিগ বি। তারপরই মঞ্চে ভাষণ রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথমেই তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে দাবি তোলেন, ”অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত। বাংলা থেকে এই দাবি উঠুক। কারণ, তিনি চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বই শুধু নন। সু-নাগরিক হিসেবে, ভারতবাসীর প্রিয় মানুষ হিসেবে পরিচিত। এই সম্মান তাঁর প্রাপ্য। অমিতাভজি, শাহরুখ ভাই ছাড়া আমি চলচ্চিত্র উৎসবের কথা ভাবতে পারি না।” 

Advertisement

[আরও পড়ুন: ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাই কোর্টের]

চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেলিব্রিটিদের সকলকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গায়ক অরিজিৎ সিংকে মঞ্চে ডেকে মুখ্যমন্ত্রী তাঁকে গান গাওয়ার অনুরোধ জানান। বিখ্যাত ‘গেরুয়া’ গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার ছেলে অরিজিৎ। আর তা তাড়িয়ে উপভোগ করলেন সকলে। এমনকী মুখ্যমন্ত্রীও হাসিমুখে হাততালি দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ