Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

মানুষের সঙ্গে রাজনীতির খেলা খেলছেন রাজ্যপাল! ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তোপ মমতার

২০ জুনের গুরুত্ব বঙ্গবাসী কতখানি জানে, তা নিয়ে সন্দিহান ইতিহাসবিদরাও।

CM Mamata Banerjee slams Governor CV Anand Bose for celebrating Pashchim Banga Dibas | Sangad Pratidin

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:June 20, 2023 7:07 pm
  • Updated:June 20, 2023 8:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করার জন্য ফোনে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আরজি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুধু তাই নয়, চিঠি লিখেও রাজভবনের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দেন, “চিঠি দিয়ে এই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করতে বলেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব পালন করা হচ্ছে। বাংলাকে অপমান করতে, অসম্মান করতেই বিজেপি এসব করছে। বাংলার মানুষের সঙ্গে রাজনীতির খেলা খেলা হচ্ছে।” তিনি আরও বলেন, বামফ্রন্ট কিংবা কংগ্রেস আমলেও কোনওদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি। তাঁর প্রশ্ন, তাহলে কেন আচমকা বিজেপি এই দিনটিকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছে? রাজ্যপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেন, রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে। যেখানে যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুক। মহারাষ্ট্র দিবস আছে, সেখানে করুক। এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে।

Advertisement

[আরও পড়ুন: প্রতীক বিলি নিয়ে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ, বিডিও অফিসে ধরনায় অধীর চৌধুরী]

২০ জুনের গুরুত্ব বঙ্গবাসী কতখানি জানে, তা নিয়ে সন্দিহান ইতিহাসবিদরাও। তবে সেই ২০ জুনই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার কথা ঘোষণা করা হয় রাজভবনের তরফে। এদিন সকালে রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। অন্যদিকে বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বের করে বিজেপিও। আসলে ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে দুই বাংলা ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। যদিও ইতিহাসবিদের একাংশের মতে, সেই ভোটাভুটির আগে ৩ জুনই ব্রিটিশ সরকারের দেশভাগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। যে কারণে বাঙালির ইতিহাস কিংবা সংস্কৃতিতে এমন দিনের বিশেষ গুরুত্ব শোনা যায় না।

Advertisement

কিন্তু বাংলায় এসে ‘পশ্চিমবঙ্গ দিবস’কে আলাদা করে তুলে ধরতে চেয়ে এ রাজ্যের ঐতিহ্যকে নষ্ট করারই চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে অভিযোগ তোলে তৃণমূল।

[আরও পড়ুন: Panchayat Election 2023: চুলোয় বাম-কংগ্রেস জোট! এক আসনে দুই দলের প্রার্থী বাবা-ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ