Advertisement
Advertisement
NRC

NRC ইস্যুতে এবার বিধানসভায় প্রস্তাব আনছে সরকার, মমতার পাশে বাম-কংগ্রেস

এনআরসির বিরোধিতা করে সরকারিভাবে ৬ সেপ্টেম্বর বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে।

CM Mamata Banerjee to bring motion on NRC at WB Assembly
Published by: Subhamay Mandal
  • Posted:September 4, 2019 5:28 pm
  • Updated:September 4, 2019 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NRC ইস্যুতে এবার একজোট রাজ্য সরকার ও প্রধান বিরোধী বাম-কংগ্রেস। বাংলায় এনআরসি নয়, তা নিশ্চিত করতে বিধানসভায় প্রস্তাব আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে প্রস্তাব আনছে বাম-কংগ্রেসও। শুক্রবার বিধানসভায় প্রস্তাব আনা হবে। স্বাভাবিকভাবেই এর বিপক্ষে আরেক বিরোধী দল বিজেপি। বুধবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনআরসির বিরোধিতা করে সরকারিভাবে ৬ সেপ্টেম্বর বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। এর উপর আলোচনায় থাকবেন মুখ্যমন্ত্রীও।

[আরও পড়ুন: NRC বিতর্ক এড়াতে পদক্ষেপ, ‘প্রোটেক্টেড এরিয়া’-র আওতায় আনা হল অসমকে]

ক্ষমতায় এলে বাংলায় এনআরসি চালু করার কথা বলেছে বিজেপি। গত শনিবার অসমে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশের পর বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, বাংলাতেও এনআরসি হবে। কিন্তু বরাবরই এনআরসির বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে এনআরসি লাগু করার মোটেও পক্ষপাতি নন। এবার তিনি এই ইস্যুতে পাশে পেয়েছেন বাম-কংগ্রেসকেও। তারাও রাজ্যে এনআরসি লাগু করার বিরোধী। আগামী শুক্রবার তৃণমূল-বাম-কংগ্রেস একযোগে প্রস্তাব আনছে বিধানসভায়।

Advertisement

প্রসঙ্গত, শনিবার প্রকাশিত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। সেখানে বাদ গিয়েছে ১৯ লক্ষ অসমবাসীর নাম। রাজ্যজুড়ে হাহাকার পরিস্থিতি। তবে সরকার বলছে, যাঁদের নাম নেই তাঁরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। কিন্তু সে চিঁড়ে ভিজবে না অত সহজে। নিজভূমে পরবাসী হওয়ার আশঙ্কায় কাঁটা বহু মানুষ। খোদ প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারই বাদ পড়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে প্রমাদ গুনছে অসম বিজেপি। তখনই আসরে নেমে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, ‘রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement