Advertisement
Advertisement
Coal smuggling

কয়লা কাণ্ড: ফের সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা বিনয় মিশ্রের

কয়লা কাণ্ডে ১৪ দিন জেল হেফাজত বিকাশ মিশ্রের।

Coal smuggling: Binay mishra filed a case in Calcutta High court | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 22, 2021 6:31 pm
  • Updated:March 22, 2021 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হাই কোর্টে বিনয় মিশ্র। সিবিআইয়ের পদক্ষেপের বিরুদ্ধে এবার মামলা করলেন বিনয়ের আইনজীবী। অন্যদিকে, কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির বিশেষ আদালত। 

জানা গিয়েছে, সোমবারই কয়লা কাণ্ডে সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা করেছেন বিনয় মিশ্রের আইনজীবী। এই ঘটনায় প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে ফেরার বিনয় মিশ্র। তবে কীভাবে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেন তিনি। বিনয় মিশ্রের হদিশ পেতে এবার ওই আইনজীবীকেও জেরা করতে পারে তদন্তকারীরা। এদিকে এদিন কয়লা কাণ্ডে ধৃত বিনয় মিশ্রের ভাই বিকাশকে দিল্লির বিশেষ আদালতে তোলা হয়। ১৪ দিন অর্থাৎ ৪ এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা বাকি অভিযুক্তদের হদিশ পেতে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেমূল’কে বিঁধতে নয়া ব়্যাপ সিপিএমের, তৈরি ‘উরি উরি বাবা’র প্যারোডি]

গরু পাচার কাণ্ডে ED’র সঙ্গে দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা। কিছুদিন আগে বিনয় মিশ্রের ভাই বিকাশের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই। কয়েকদিনের ব্যবধানে রাজধানী দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে তোলা হলে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের অভিযোগ বিনয় মিশ্রের অবৈধ ব্যবসার বড় অংকের টাকা রয়েছে বিকাশের কাছে। সেই সংক্রান্ত লেনদেন খতিয়ে দেখা হবে। সোমবার ফের আদালতে তোলা হল বিকাশকে।

Advertisement

[আরও পড়ুন: লাগাতার ব্যক্তিগত আক্রমণ, সভায় হামলার চেষ্টা! তৃণমূলের বিরুদ্ধে কমিশনে রাজীব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ