Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘পুতিন-জেলেনস্কিকে তো বোঝাতে পারেন মমতা’, কটাক্ষ দিলীপ ঘোষের

ইউক্রেন নিয়ে বাংলায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

Dilip Ghosh takes jibe at Mamata Banerjee on Ukraine issue | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 5, 2022 11:27 am
  • Updated:March 5, 2022 11:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই থামছে না যুদ্ধ। ফলে ইউক্রেনে (Ukraine) আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। তাদের ফেরাতে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত উদ্ধারকাজে ‘ব্যর্থতার’ অভিযোগে মোদি সরকারকে একহাত নিয়েছেন তিনি। এবার সেই প্রসঙ্গে পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ফের ভোট দিল না ভারত, রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু মানবাধিকার পরিষদের]

শনিবার নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, “যুদ্ধ বন্ধ হলে তো ভালই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুতিন এবং জেলেনস্কিকে বুঝিয়ে বলতে পারেন।” বলে রাখা ভাল, সদ্য বেনারস সফরের আগে মমতা বন্দ্যোপাধায় স্পষ্ট বলেছেন, ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিষয়টি কেন্দ্র সরকারের জানা ছিল। তবুও সময় থাকতে পদক্ষেপ করা হয়নি। সেই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, “ওঁরা কোভিডকালে দেশের অন্য জায়গা থেকে রাজ্যের লোককে ফিরিয়ে আনতে পারেননি। আর বিদেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে সমালোচনা করছেন! বড় বড় কথা বলছেন। যাঁরা কিছু করতে পারে না, তাঁরা লোকের সমালোচনা করে। ওঁরা চাইছেন দু’-একজন মারা যাক। সেটা নিয়ে এখানে রাজনীতি হবে। বনধ হবে।”

Advertisement

উল্লেখ্য, ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে এত সময় লাগছে কেন? প্রবল উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এ নিয়ে নিজের একটি দীর্ঘ বক্তব্য টুইটারে তুলে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের জীবন নিয়ে আমি খুব চিন্তিত। জীবন অনেক মূল্যবান। তাঁদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন?’ এই উদ্ধারকার্য কেন আগে থেকে শুরু করা হয়নি তা নিয়ে এদিন আরেক দফায় প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথমেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফের আরেক দফায় তা নিয়ে প্রশ্ন করতেই তাঁর উদ্বেগটা আরও একবার প্রকাশ্যে এল। যদিও মুখ্যমন্ত্রী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বরাবরই ভাবেন। এর আগে কো-ভ্যাকসিন নেওয়ায় বাইরে যে পড়ুয়ারা পড়তে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না তাঁদের নিয়েও চিন্তিত হন।

এখন ইউক্রেনে হাজার পড়ুয়া আটকে। কেন্দ্র বারবার তাঁদের ইউক্রেন সীমান্ত কোনওক্রমে পেরিয়ে পাশের কোনও একটি দেশে চলে আসতে বলছে। সেখান থেকে বিশেষ বিমান তাঁদের নিয়ে দেশে ফিরছে। এই প্রক্রিয়াকে ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়ে পড়ুয়াদের উদ্ধার করার কথা বলছে কেন্দ্র। মোদি-সহ তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য এ নিয়ে প্রচার করতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ছেন। এর মধ্যেই ফের পড়ুয়াদের জীবন নিয়ে নিজের উদ্বেগের কথা বলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: চিনা আগ্রাসন মেনে নেওয়া হবে না, ইউক্রেন যুদ্ধের আবহে কড়া বার্তা দিল QUAD]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ