Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

Durga Puja 2023: প্রতিপদেই শ্রীভূমিতে ‘অষ্টমী’র ভিড়, ধীর গতিতে চলছে গাড়ি, বিকল্প রাস্তার হদিশ দিল পুলিশ

মহালয়ার দিন থেকেই রাস্তায় জনজোয়ার।

Durga Puja 2023: Traffic goes slow in VIP E M Bypass due to crowd at Shreebhumi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 15, 2023 8:45 pm
  • Updated:October 16, 2023 1:50 pm

অর্ণব আইচ: এবার মহালয়ার দিন থেকেই রাস্তায় জনজোয়ার। কোনও কোনও প্যান্ডেল দেখলে মনে হতে পারে, অষ্টমীর ভিড়। ঠিক যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club)। কাতারে কাতারে মানুষ ভিড় করছে সেখানে। সেই ভিড়ের চাপে গত কয়েক বছরের মতোই এবার ভিআইপি, যশোর রোড থেকে ভিআইপি লেকটাউন আসার রাস্তা. এমনকী ইএম বাইপাসের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। আর সেই চাপে কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদের। যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।

পুজোর (Durga Puja 2023) বৈঠকেই শ্রীভূমি পুজোর উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেছিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর জন্য যাতে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যদি কড়া হাতে ব্যবস্থা না করা হয়, তাহলে সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মমতাই। সেই মতো এবার মণ্ডপ উদ্বোধনের পর থেকে ভিআইপির মূল রাস্তায় যান চলাচলের গতি ঠিক রাখতে উদ্যোগী ছিল পুলিশ। উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী ছোট গাড়িকে পাস করানো হচ্ছিল ভিআইপির মূল রাস্তা ধরে। আর বাস, অটো পাস করানো হচ্ছিল থার্ড লেন দিয়ে। যার ফলে সেখানে যান চলাচলের গতি ছিল অত্যন্ত ধীর। পাশাপাশি যশোর রোড থেকে ভিআইপি লেকটাউনে আসার রাস্তার গাড়ির গতি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: টাকা ও উপহারের বিনিময়ে আদানির বদনাম! মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি]

রবিবারও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। উলটে গাড়ি চলাচলের গতি কমেছে ইএম বাইপাসেও। বিমানবন্দরগামী গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্য়বহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। তাদের কথায়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে অর্থাৎ লেকটাউন এলাকা এবং ইএম বাইপাসে অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে। তাই বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে নিউটাউন ধরে দমদম এয়ারপোর্ট যেতে বলছে কলকাতা পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার বাড়িতে যেই আসুক রাজনীতিতে নামব না’! দেবকে জানালেন সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ