Advertisement
Advertisement
Dumdum

দমদমে ট্রেন থেকে পড়ে পা বাদ, আরপিএফকে কাঠগড়ায় তুলল যাত্রীর পরিবার

যাত্রীকে বাঁচানোর জন্য ঝাঁপ দেওয়া আরপিএফের মহিলা জওয়ান করুণা কুমারী সুস্থ রয়েছেন।

Family of passengers suffered in Dumdum train accident slams RPF

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 15, 2025 2:31 pm
  • Updated:June 15, 2025 4:50 pm  

সুব্রত বিশ্বাস: তিনি না গেলে ব্যাঙ্কে খোলা যাবে না। কারণ, চাবি রয়েছে তাঁর কাছে। আরপিএফের হাতে আটক বা গ্রেপ্তারি এড়াতে আরপিএফের সঙ্গে যেতে চাননি। কিন্তু যাত্রীর এই কথা জওয়ানরা পাত্তা দেয়নি বলে অভিযোগ। আরপিএফের জন্যই তিনি লাইনে পড়ে গিয়ে পা হারিয়েছেন, আরপিএফের বিরুদ্ধে এমনই মৌখিক অভিযোগ তুলে সরব ব্যাঙ্ক নিরাপত্তা কর্মী জগদীশ সরকারের পরিবার। এদিকে যাত্রীকে বাঁচানোর জন্য ঝাঁপ দেওয়া আরপিএফের মহিলা জওয়ান করুণা কুমারী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

জগদীশবাবুর পরিবার ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন। এমনকী রেলের মুখপাত্ররাও সিসিটিভির ফুটেজ বারবার চেয়েও আরপিএফের কাছে থেকে পাননি। শিয়ালদহের আরপিএফের সিনিয়র কমান্ড‌্যান্ট মনোজকুমার সিং স্পষ্ট জানিয়েছেন, কাউকেই সিসিটিভির ফুটেজ দেওয়া হবে না। যাত্রী পালনোর চেষ্টা করে লাইনে ঝাঁপ দেয়, মহিলা আরপিএফ তাকে বাঁচানোর জন‌্য ঝাপ দিলে তিনিও গুরুতরভাবে জখম হন। তাঁর আশ্বাস অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। এখন জগদীশবাবুকে নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পরিবার। তবে পরবর্তী সময়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা।  

ব‌্যাঙ্ক অফ বরোদা বিরাটি শাখার সিকিউরিটি কর্মী জগদীশবাবু ডান পা বাদ হয়ে যাওয়ায় তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেন বলে পরিবারের দাবি। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বসা নিয়ে বচসা ও দমদমে আরপিএফ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি যেতে চাননি। প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি বারবার আবেদন করেছিলেন, আমি ব‌্যাঙ্কে না পৌঁছলে ব‌্যাঙ্ক খোলা যাবে না। কারণ তাঁর কছেই চাবি। যদিও আরপিএফ সেদিকে কর্ণপাত না করায় তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় লাইনে পড়ে যাওয়ায় এই ঘটনা।

উল্লেখ্য, ট্রেনে মহিলা কামরায় উঠে পড়েছিলেন ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী জগদীশ সরকার। রেলের এক্স হ্যান্ডলে তা নিয়ে অভিযোগ করেন মহিলা যাত্রীরা। ট্রেনটি দমদমে ঢোকার আগে মহিলা আরপিএফ এসআই-এর নেতৃত্বে একদল আরপিএফ সেখানে হাজির হন।আরপিএফের সঙ্গে বচসা চলাকালীন পুরুষ যাত্রী রেললাইনে ঝাঁপ দেন। তাঁকে বাঁচাতে ঝাঁপান আরপিএফের মহিলা এসআই। দমদমে বচসা চলাকালীন উলটোদিক থেকে আসছিল আপ রানাঘাট লোকাল। পুরুষ যাত্রীটি রেললাইনে ঝাঁপ তাঁর পা বাদ যায়। মহিলা আরপিএফের এসআই করুণা কুমারীও তাঁকে বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় দু’জনই গুরুতর জখম হন। পুরুয যাত্রীর পা কেটে বাদ হলেও মহিলা আরপিএফ এসআই-এর মাথা ফেটে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement