Advertisement
Advertisement

Breaking News

Kolkata Police

ভারতীয় সেনাবাহিনীতে চাকরির টোপ দিয়ে প্রতারণা, পুলিশের জালে ৫

ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

Fraud Offer About Army Job, Kolkata Police Caught Five | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 3, 2022 1:48 pm
  • Updated:May 3, 2022 1:48 pm

অর্ণব আইচ: ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) চাকরির টোপ দিয়ে টাকা চাওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগের (Detective Department) গুন্ডা দমন শাখা। এছাড়াও এই অভিযানে তাঁদের সঙ্গী ছিলেন সেনা গোয়েন্দারা। সোমবার মধ্যরাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের নাম শিবম পান্ডে, রোহিত কুমার গুপ্ত, জিতেন্দর কুমার, অভিষেক কুমার গৌতম এবং উমা কান্তি যাদব। বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা (Fraud) করাই ছিল এদের উদ্দেশ্য। অভিযুক্তরা নিজেদের ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিত। এই কথা বলে তারা ভারতীয় সেনাবাহিনীতে চাকরির পাইয়ে দেওয়ার আশ্বাস দিত। চাকরির পরিবর্তে মোটা অঙ্কের টাকা দাবি করত এই পাঁচ জন।

Advertisement
দুই অভিযুক্ত।

[আরও পড়ুন: খাস কলকাতায় নাটকীয় চুরি! ছেলের বাইকের বায়না মেটাতে আড়াই লাখ হাতালেন বাবা, তারপর…

বিশ্বস্ত সূত্র মারফত খবর পান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেই তথ্যের উপর ভিত্তি করেই বেশ কয়েকটি জায়গায় অভিযান চালান হয়। অভিজাত হোটেল পিয়ারলেস ইনের সামনে থেকে ধরা পড়ে অভিযুক্তরা। সোমবার রাতে সাড়ে এগারোটা নাগাদ ধরা পড়ে এই পাঁচ অভিযুক্ত।    

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত পাঁচ জন সকলেই উত্তরপ্রদেশের গাজীপুর অঞ্চলের বাসিন্দা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু ভুয়ো নথিপত্রও তৈরি করেছিল তারা। ভারতীয় সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র, চাকরির আবেদনের জন্য ফর্ম প্রভৃতি কাগজপত্র উদ্ধার করা হয়েছে ধৃত ব্যক্তিদের থেকে। নিউ মার্কেট থানায় এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: বিভাজনের রাজনীতি চলবে না, রেড রোডে ইদের নমাজ পাঠের মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ মমতার

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ