Advertisement
Advertisement

Breaking News

Suicide

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা, মুক্তি পেতে করাত চালিয়ে চরম সিদ্ধান্ত হাওড়ার যুবকের!

ছেলে খুন হওয়ার আশঙ্কাও করত, জানাচ্ছেন মা।

Howrah youth kills self by electric saw not tolerating headache of migrane | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 7, 2023 3:45 pm
  • Updated:May 7, 2023 8:29 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দীর্ঘদিন ধরে মাইগ্রেনের (Migrane) অসহ্য যন্ত্রণা। চিকিৎসাও চলছিল হাওড়া হাসপাতালে। কিন্তু যন্ত্রণা একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আর স্থির থাকতে পারছিলেন না হাওড়ার (Howrah) যুবক দৌলত আলি। আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। বিদ্যুৎচালিত করাত চালিয়ে তিনি নিজেকে শেষ করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মৃত দৌলত আলি। ছবি: অমিয় পাত্র।

হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইস্ট-ওয়েস্ট বাইপাস সংলগ্ন এক বসতির বাসিন্দা দৌলত আলি। বয়স ২৯ বছর। মাইগ্রেনে আক্রান্ত দৌলত। তার জন্য হাওড়া হাসপাতালে নিয়মিত চিকিৎসা হতো। পরিবার সূত্রে খবর, রবিবার অসহ্য মাথাযন্ত্রণা (Headache) হতে থাকে তাঁর। আর কোনওভাবেই সহ্য করতে পারছিলেন না। আর তাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের। ছেলের এহেন সিদ্ধান্ত থ সকলে। মাথাযন্ত্রণা থেকে মুক্তি পেতে ছেলে যে এমন একটা কাজ করবে, তা তো ভাবতেই পারেননি কেউ।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু নবদম্পতির]

দৌলত আলির মা রোহিমা বিবি জানিয়েছেন, ছেলে মাথা যন্ত্রণার কথা বলত। আর খুন হয়ে যাওয়ার ভয়ও ছিল। মাথা যন্ত্রণার জন্য হাওড়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওষুধও খাচ্ছিল ছেলে। আবার শনিবার দৌলতকে নিয়ে এক ওঝার কাছে গিয়েছিলেন রোহিমা বিবি। তাঁর কথায়, ”ছেলে কাল সারারাত ঘুমোয়নি। ছটফট করছিল। সকালে ওর মাথায় একটু জল দিয়ে বললাম, এবার ঘুমো। ও ঘরে চলে গেল। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরই দেখি এই কাণ্ড। পাশে করাত ছিল। সেটা চালিয়ে নিজেই নিজেকে শেষ করেছে।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: খরচ বাঁচাতে এবার গাড়ি বিক্রির সিদ্ধান্ত সিপিএমের! জল্পনা তুঙ্গে পূর্ব বর্ধমানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ