Advertisement
Advertisement

মহাষষ্ঠীতে বৃষ্টি ভুলে পথেই শহর

আজ মহাসপ্তমীতেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর৷

Ma Durga's Numerous Avatars Has Kolkata Spoilt For Choice
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 8, 2016 8:59 am
  • Updated:October 8, 2016 8:59 am

অনির্বাণ বিশ্বাস: মেঘ পিয়নের ব্যাগে বৃষ্টির পূর্বাভাস যতই থাকুক মন খারাপ করতে রাজি নন পুজোপ্রেমীরা৷ ঘূর্ণাবর্ত মাথায় নিয়েই চলছে বাঙালির পুজো পরিক্রমা৷

আজ মহাসপ্তমীর দিনে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দুই মেদিনীপুরে কোথাও রয়েছে ভারী বর্ষণের সতর্কতাও৷ কলকাতায়ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে চিন্তার কিছু নেই৷ সন্ধের পর কলকাতা শুধুই ঘামে ভিজবে৷ বৃষ্টি যা হওয়ার দিনেরবেলাতেই৷

Advertisement

ষষ্ঠীর দিনও কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে৷ তারই মধ্যে সাজপোশাক সামলে উত্তর থেকে দক্ষিণে চলল ‘প্যান্ডেল হপিং’৷ ট্রেন-বাস-মেট্রোয় উপচে পড়ল ভিড়৷ লম্বা লাইন দিয়ে প্রতিমা দর্শন৷ দেশপ্রিয় পার্ক, রাসবিহারী মোড়, নিউ আলিপুর, বেহালা-বড়িশা সর্বত্র বিকেল থেকেই প্রায় সমরাস্তা ভেসেছে জনজোয়ারে৷ এরই মধ্যে হাপিত্যেশ চলল ‘পারফেক্ট পুজো’-র পাসের জন্য৷

Advertisement

সকাল শুরু হয়েছিল আকাশের মুখভার দিয়ে৷ সকাল থেকে সাধারণ মানুষ, পুজো উদ্যোক্তা, প্রত্যেকের একটাই মনোবাঞ্ছা বৃষ্টিরূপী-অসুরকে দ্রুত বধ করে দেবী যেন হাসি ফোটান সন্তানদের মুখে৷ কিন্তু তা আদৌ বাস্তবে ফলবে কি না তা জানতে আজ, তাকিয়ে থাকতে হবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে৷ শুক্রবার পর্যন্ত আবহাওয়া দফতর যা ইঙ্গিত দিয়েছে তাতে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কলকাতার আকাশে৷ যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে৷ ফলে এ রাজ্যের তুলনায় বেশি বৃষ্টি হবে ওড়িশায়৷

কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হলেও তা হবে দিনের বেলায়৷ সন্ধ্যার পর থেকে বৃষ্টি হওয়ার এখনও পর্যন্ত কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা৷ আজ, শনিবারই স্পষ্ট হবে, ঘূর্ণাবর্ত কতটা প্রভাব ফেলতে পারে এ রাজ্যে৷ বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা থাকবে কিছুটা বেশি৷ উৎসব শুরুর সুযোগ নিয়ে চতুর্থী-পঞ্চমীতেই যাঁরা সেরা ঠাকুর দেখে নিয়েছিলেন তাঁরা শুক্রবার সন্ধ্যায় ছিলেন রেস্তোরাঁ-সিনেমা হলে৷ অনেকে সকাল সকাল সিনেমা হলে গিয়ে ভিড় জমিয়েছেন৷ অনেকে বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে পাড়ার পুজো মণ্ডপেই জুড়েছেন আড্ডা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ