নতুন রূপে যাত্রী প্রতীক্ষালয়। নিজস্ব চিত্র
দিশা ইসলাম, নিউটাউন: যাত্রী সুবিধার্থে নিউটাউনের স্মার্ট প্রতীক্ষালয়গুলি আমূল সংস্কারের উদ্যোগী হল কলকাতার উপনগরী কর্তৃপক্ষ ‘নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি’ বা এনকেডিএ প্রশাসন। এই প্রকল্পে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শহরের মূল সড়ক বিশ্ব বাংলা সরণির ইকোপার্কের উল্টোদিকে প্যাঁচা মোড় প্রতীক্ষালয়টির ছাউনি, রঙের প্রলেপ, চার্জিং পয়েন্ট মেরামতি-সহ বিরাট ভোলবদল হয়েছে। ফলে নতুনভাবে ওই প্রতীক্ষালয়টি সেজে উঠতেই নিত্যযাত্রী ও সাধারণ পথচারীদের কাছে সেটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এনকেডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, “একই রকমভাবে খুব শীঘ্রই শহরের প্রায় ২৪টি স্মার্ট যাত্রী প্রতীক্ষালয় সংস্কারের কাজ হাত পড়বে।”
কলকাতার ‘স্মার্ট সিটি’ নিউটাউন। বছর কয়েক আগে এই স্মার্ট সিটি প্রকল্পের অধীনে আধুনিক উপনগরীর জনবহুল এলাকা আকাঙ্ক্ষা, প্যাঁচা, যাত্রাগাছি বন্দের মোড়, নজরুল তীর্থ, নিউটাউন থানার লাগোয়া-সহ নিউটাউনের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় স্মার্ট যাত্রী প্রতীক্ষালয় গড়ে উঠেছিল। প্রতীক্ষালগুলি যাত্রীরা থেকে কোনও না কোনওভাবে পরিষেবা পান। ফলে সেগুলি থেকে রোজই শহরের হাজার হাজার মানুষ উপকৃত হন।
এনকেডিএ সূত্রে খবর, প্রতীক্ষালয়গুলির অন্যতম গুরুত্ব হল– এগুলি প্রায় সবই স্মার্ট ভাবনায় তৈরি। যাত্রী সুবিধার্থে সেখানে রয়েছে ছোট্ট একটি খাবারের দোকান, বিশুদ্ধ পানীয় জল, মোবাইলের চার্জিং কিয়স্ক, বৈদ্যুতিন ডিসপ্লে ইত্যাদির সু-বন্দোবস্ত। ইদানীং যাত্রী ও নাগরিকদের একাংশের অভিযোগ, ঝড়, রোদ, বৃষ্টির জেরে অধিকাংশ স্মার্ট যাত্রী প্রতীক্ষালয় বেহাল দশায় পরিণত হয়েছে। সেই অংশে কোথাও মোবাইল চার্জিং কিয়স্ক খারাপ হয়েছে। আবার কোথাও বা উপরের ছাউনি কিংবা যাত্রীদের আসনগুলি খারাপ হয়েছে। ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। এনকেডিএ ভবন সূত্রে খবর, নাগরিক অভিযোগের গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এবার একযোগে শহরের প্রায় ২৪টি যাত্রী প্রতীক্ষালয় মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.