Advertisement
Advertisement

Breaking News

PIL filed in Calcutta High Court regarding fire cracker ban in Diwali

কালীপুজোয় রাজ্যে বাজি নিষিদ্ধ করার দাবি, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মামলাকারীর দাবি, করোনা আবহে বাজি পোড়ালে দূষণের মাত্রা বৃদ্ধি পাবে।

PIL filed in Calcutta High Court regarding fire cracker ban in Diwali । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2021 10:10 pm
  • Updated:October 8, 2021 10:10 pm

শুভঙ্কর বসু: গত বছরের মতো এবারও কালীপুজো ও দীপাবলিতে (Diwali) বাজির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। শুক্রবার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। পূজাবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

করোনা আবহে বাজি পোড়ালে দূষণের মাত্রা বৃদ্ধি পাবে। যাতে প্রতিবারই পরিস্থিতি আরও ঘোরতর হতে পারে। এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষত কোনও ব্যক্তি যদি করোনা আক্রান্ত হন, বাজি থেকে নির্গত ধোঁয়া তাঁর শ্বাসযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই এবারও উৎসব যাতে বাজিহীন হয়, তার দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: Nobel Prize 2021: বাকস্বাধীনতা রক্ষার লড়াইয়ের স্বীকৃতি, নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক]

উল্লেখ্য, কীভাবে গতবারও করোনা আবহে বাজি নিষিদ্ধ করার দাবিতে হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল। মামলার জেরে গোটা উৎসবের মরশুমে কালীপুজো এমনকি ছটপুজোতেও রাজ্যজুড়ে বাজি নিষিদ্ধ করা হয়েছিল। এবারও আদালত সেই নির্দেশ বহাল রাখে কিনা সেদিকেই সব মহলের নজর।

Advertisement

Calcutta HC mod to Mamata govt's donation bid to clubs on Durga Puja

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ