Advertisement
Advertisement
Police arrested two youth in Baguihati business man murder case

সম্পত্তির লোভে দাদুকে খুন নাতির! একদিনের মধ্যেই বাগুইআটিতে ব্যবসায়ী খুনের কিনারা

পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে নিহতের দুই নাতি।

Police arrested two youth in Baguihati business man murder case । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:April 11, 2022 9:49 am
  • Updated:April 11, 2022 10:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘণ্টার মধ্যে বাগুইআটিতে (Baguihati) ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ। নিহত ব্যবসায়ীর দুই নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে তারা। সম্পত্তির লোভে দাদুকে খুন করেছে বলেই জানিয়েছে দুই ধৃত।

চাল ব্যবসায়ী রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের অনুমান, যারা খুন করেছে তারা বৃদ্ধের পরিচিত কেউ। তাই তাঁর পরিবারের সকলকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরা করা হয় বৃদ্ধের দুই নাতি পরম এবং মনোহরকেও। টানা পুলিশি জেরায় ভেঙে পড়ে দুই যুবক। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীকে খুনের কথা স্বীকার করে নেয় তারা। জানায় সম্পত্তিগত বিবাদের জেরে নিজের দাদুকে খুন করেছে দুই যুবক। প্রথমে হাত-পা বেঁধে বাঁশ দিয়ে দাদুকে বেধড়ক মারধর করে তারা। তারপর ওই ব্যবসায়ীকে শৌচাগারে নিয়ে গিয়ে ফেলে পালিয়ে যায় দু’জনে। দাদুর বাড়ি ছাড়ার আগে লুটপাটও চালায় তারা।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় চাকরির ফাঁদ, শহরের হোটেলে ডেকে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত]

উল্লেখ্য, জগদীশ মল্লিক নামে ওই বৃদ্ধ চাল ব্যবসায়ীর ছেলে কর্মসূত্রে অন্যত্র থাকেন। তাঁর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। শনিবার গভীর রাতে বৃদ্ধের বাড়ি থেকে শব্দ পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। এরপর খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশে। তাঁরা গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপরই দেখা যায়, বাথরুমে হাত-মুখ বাধা অবস্থায় পড়ে রয়েছেন জগদীশ মল্লিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। একা নাতিরাই খুনের পরিকল্পনা করেছিল বৃদ্ধকে নাকি এই ঘটনার নেপথ্যে আরও কারও মদত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পত্তিগত বিবাদই বা কেন ছিল, তাও তদন্তসাপেক্ষ বলেই মনে করছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আরজি জানাবে পুলিশ। ধৃতদের জেরায় একে একে সমস্ত তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: প্রয়াত বলিউডের বিশিষ্ট অভিনেতা শিব সুব্রহ্মণ্যম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ